East Bengal Club : নতুন কোম্পানি গড়ার পথে ইস্টবেঙ্গল

চুক্তি হওয়ার পথ প্রায় মসৃণ। ইস্টবেঙ্গল (East Bengal) ক্লাবের পক্ষ থেকে দেওয়া হয়েছে সবুজ সংকেত।  তৈরি হবে নতুন কোম্পানি। গত সপ্তাহের শেষ থেকে ইস্টবেঙ্গল ক্লাবকে…

East Bengal-Emami

short-samachar

চুক্তি হওয়ার পথ প্রায় মসৃণ। ইস্টবেঙ্গল (East Bengal) ক্লাবের পক্ষ থেকে দেওয়া হয়েছে সবুজ সংকেত।  তৈরি হবে নতুন কোম্পানি। গত সপ্তাহের শেষ থেকে ইস্টবেঙ্গল ক্লাবকে নিয়ে কম জল ঘোলা হয়নি। ইমামি গোষ্ঠীর সঙ্গে চুক্তি হবে কি হবে না এই নিয়ে চলেছে তরজা। রক্ত চাপ বেড়েছে সমর্থকদের। মঙ্গলবারের শেষ সন্ধ্যায় ফের আশার আলো দেখা গিয়েছে।

   

সূত্রের খবর, কোম্পানি ও ক্লাবের মধ্যে চলতি সপ্তাহেই চুক্তির ব্যাপারে চূড়ান্ত খবর পাওয়া যেতে পারে। লাল হলুদ ক্লাবের তরফে নতুন কোম্পানি গড়ার ব্যাপারে সবুজ সংকেত দেওয়া হয়েছে বলে খবর।

নতুন কোম্পানি তৈরি হওয়ার প্রক্রিয়া স্বাভাবিক। কারণ ইমামি বিনিয়োগকারী হিসেবে ইস্টবেঙ্গল ক্লাবের সঙ্গে যুক্ত হওয়ার পথে। কোম্পানির কাছেই হয়তো থাকছে ক্লাবের মালিকানার সিংহ ভাগ। ক্লাব ও কোম্পানির যৌথ সম্মতিতে তৈরি হবে নতুন কোম্পানি। বোঝার খাতিরে ধরে নেওয়া যেতে পারে, ইস্টবেঙ্গল ক্লাব ও ইমামি কোম্পানির যৌথ উদ্যোগে গঠিত নতুন সেই কোম্পানির নাম হতে পারে ইমামি ইস্টবেঙ্গল।