দুই বিদেশি ডিফেন্ডারকে ইতিমধ্যে দলে নিয়েছে এটিকে মোহন বাগান (ATK Mohun Bagan)। একজন অস্ট্রেলিয়ান তারকা, অন্যজন ফরাসি তারকা পল পোগবার দাদা ফ্লোরেন্টিন। বিদেশি স্ট্রাইকার এখনও চূড়ান্ত হয়নি।
নতুন মরসুম শুরু হওয়ার আগে বিদেশি স্ট্রাইকার নিশ্চিত করতে হবে এটিকে মোহন বাগানকে। খুব তাড়াতাড়ি সেটা সম্ভব হবে বলে শনিবার জানিয়েছিলেন কোচ জুয়ান ফেরান্দো। দল গোছানোর সময়ে এবার বাগানকে নিয়েও কিছু গল্প শোনা যাচ্ছে।
মনে করা হচ্ছে স্পেনের দু’জনকে স্ট্রাইকারের সঙ্গে কথা এগিয়েছিল এটিকে মোহন বাগান। যার মধ্যে একজন সম্ভবত বোরহা বাস্তন। স্পেনের নামকরা ফুটবলার। প্রথম সারির বহু ক্লাবে খেলেছেন। অ্যাথেলেটিকো মাদ্রিদের সিনিয়র দলে ছিলেন নিজের সিনিয়র পেশাদার ফুটবল কেরিয়ারের শুরুর দিকে।
অ্যাথেলেটিকো মাদ্রিদের বি, অ্যাথেলেটিকো মাদ্রিদের সিনিয়র দল, মুরিসিয়া, হুয়েস্কা, জারাগোজা, এইবার, ইংল্যান্ডের সোয়ানসি সিটি, অ্যাস্টন ভিলা-সহ একাধিক ক্লাবে। খেলেছেন স্পেনের বয়স ভিত্তিক বিভিন্ন দলে। ভারতীয় ফুটবল মহলে কান পাতলে শোনা যাচ্ছে, হাই-প্রোফাইল এই স্প্যানিশ ফুটবলারের সঙ্গে কথা শুরু করেছিল এটিকে মোহন বাগান। কিন্তু তাঁর বেতন বা দাবি-দাওয়া শুনে নাকি পিছিয়ে এসেছে ভারতীয় ফুটবলের অন্যতম হেভিওয়েট ক্লাব।