সৌরভ-শোয়েবের কথোপকথন: ভারতে মাটিতে পাক সিরিজের সম্ভাবনা উস্কে দিল

স্পোর্টস ডেস্ক: দুবাইতে টি টোয়েন্টি বিশ্বকাপের ফাইনালে অস্ট্রেলিয়া যখন নিউজিল্যান্ডের মুখোমুখি ঠিক সেই সময়ে ভারতের প্রাক্তন অধিনায়ক তথা বিসিসিআই প্রেসিডেন্ট সৌরভ গঙ্গোপাধ্যায় পাকিস্তানের প্রাক্তন পেস…

Sourav-Shoaib conversation

স্পোর্টস ডেস্ক: দুবাইতে টি টোয়েন্টি বিশ্বকাপের ফাইনালে অস্ট্রেলিয়া যখন নিউজিল্যান্ডের মুখোমুখি ঠিক সেই সময়ে ভারতের প্রাক্তন অধিনায়ক তথা বিসিসিআই প্রেসিডেন্ট সৌরভ গঙ্গোপাধ্যায় পাকিস্তানের প্রাক্তন পেস বোলার শোয়েব আখতারের সঙ্গে মুখোমুখি কথোপকথনে ব্যস্ত, আর মাঝখানে বসে আছেন ভারতের প্রাক্তন অধিনায়ক মহম্মদ আজহারউদ্দিন।

সৌরভ গঙ্গোপাধ্যায় এবং শোয়েব আখতারের মধ্যে চলা মুখোমুখি কথোপকথন জুড়ে এখন একটাই জল্পনা তুঙ্গে যে, ভারতের মাটিতে পাকিস্তান ক্রিকেট দলের সফরের একটা সূক্ষ সম্ভাবনার পরিবেশ তৈরি হচ্ছে।

রবিবার ৮ উইকেটে জিতে অস্ট্রেলিয়া এখন টি টোয়েন্টি বিশ্বকাপ চ্যাম্পিয়ন। নিউজিল্যান্ডের অধিনায়ক কেন উইলিয়মসনের ৪৮ বলে ৮৫ রানের দুরন্ত ব্যাটিং কোনও কাজেই লাগলো না।

এদিকে সৌরভ এবং শোয়েবের মুখোমুখি কথোপকথন বিশ্বকাপ ফাইনাল চলার মাঝে ভারত- পাকিস্তান দুই দেশের ক্রিকেট ভক্তদের মধ্যে কৌতূহলকে বাড়িয়ে তুলেছে।

https://twitter.com/shoaib100mph/status/1459950537609297922?s=20

Advertisements

যদিও কাশ্মীর ইস্যুতে ভারত পাক কূটনৈতিক সম্পর্ক তলানিতে। পাকিস্তানের আকাশপথ ব্যবহারে নিষেদ্ধাঞ্জা রয়েছে ভারতের ওপর। উপমহাদেশে ভারত পাকিস্তানের মধ্যে টেনশন, প্রকৃত নিয়ন্ত্রণ রেখা অতিক্রম করে জঙ্গি অনুপ্রবেশের অভিযোগ ভারতের পাকিস্তানের বিরুদ্ধে, দেশের বিভিন্ন প্রান্তে পাক গোয়েন্দা সংস্থা আইএসআই’র মদতে জঙ্গিদের স্লিপার সেলের গতিবিধির ওপর ভারতীয় নিরাপত্তা বাহিনীর ধরপাকড়, পরস্পরের বিরুদ্ধে সিস ফায়ার লংঘনের অভিযোগের তীর ধেঁয়ে আসা, সার্জিকাল স্ট্রাইক এবং এয়ার স্ট্রাইক আবহে ভারতের মাটিতে পাকিস্তানের ক্রিকেট দলের সফরের সম্ভাবনা কতটা বাস্তবে রুপ নেবে তা সময়েই বলবে।

<

p style=”text-align: justify;”>আপাতত বিসিসিআই প্রেসিডেন্ট সৌরভ গঙ্গোপাধ্যায় এবং প্রাক্তন পাক পেসার শোয়েব আখতারের মুখোমুখি কথোপকথন ঘিরে জল্পনা তুঙ্গে, ভারতের মাটিতে পাকিস্তান ক্রিকেট দলের সফরের সম্ভাবনা ঘিরে।