শুরু হয়ে গিয়েছে কলকাতা ফুটবল লিগ ২০২৪ (CFL 2024)। বাংলার বহু ফুটবলারের জন্য এই টুর্নামেন্ট এক বড় মঞ্চ। কলকাতা ফুটবল লিগে ভালো খেলে কেরিয়ারে এগিয়ে যাওয়ার স্বপ্ন দেখেন বহু ফুটবলার। সৌরভ মান্না (গদাই) তাদের মধ্যে অন্যতম।
Mohun Bagan: বড় ঘোষণা করার পথে মোহনবাগান!
ব্রাজিলের কিংবদন্তি রোনাল্ডিনহোর ভক্ত সৌরভ নিজেকে এবার প্রমাণ করার জন্য বদ্ধপরিকর। চলতি কলকাতা ফুটবল লিগে খেলবেন সার্দান সমিতির হয়ে। সার্দান সমিতি এবার বেশ ভাল দল গঠন করেছে। ব্যালেন্স দল গঠন করার চেষ্টা করেছেন ক্লাব কর্তারা। খাতায় কলমে সার্দান সমিতি এবার যে দল গঠন করেছে তাতে বড় দলগুলোকে টক্কর দিতে পারে ক্লাব। সৌরভ নিজেও চাইছেন দলকে চ্যাম্পিয়নশিপের দৌড়ে রাখতে।
আগরপাড়ার ছেলে সৌরভ মান্না। বাবাকে হারিয়েছেন অনেক আগে। মা রাঁধুনি হিসেবে কাজ করেন। দিদাও রয়েছেন সংসারে। সংসারের দায়িত্ব সৌরভের কাঁধে। সংসারের চাকা ঘোরানোর জন্য ফুটবল মাঠই তাঁর প্রধান আশ্রয় স্থল। সৌরভ জানেন ভাল খেলে এগোতে পারলে বাড়ি থেকে দূর হবে অর্থ কষ্ট। কলকাতা ফুটবল লিগে সৌরভের কাছে নিজেকে প্রমাণ করার মঞ্চ। সিএফএল খেলে জাতীয় ফুটবল টুর্নামেন্টে খেলতে চান এই অ্যাটাকিং মিডফিল্ডার। তাড়াহুড়ো করে নয়, এগোতে চান ধাপে ধাপে। আগামী দিনে খেলতে চান আই লিগ, ইন্ডিয়ান সুপার লিগ।
Transfer News: নজরে রাখার পর অবশেষে ‘ক্যাপ্টন’কে দলে নিল ISL ক্লাব
দাদা কমল রায়কে (প্রয়াত) দেখে ফুটবল মাঠে সৌরভের উত্থান। আগামী দিনেও তাঁর দেখানো পথেই এগোতে চাইছিন সৌরভ। তবে আপাতত সৌরভের ফোকাসে শুধুই কলকাতা ফুটবল লিগে। মাঠে নেমে দলের জন্য রাখতে চাইছেন উল্লেখযোগ্য অবদান।