ভারতীয় ক্রিকেট দলের সর্বকালীন সেরা অধিনায়কদের মধ্যে অন্যতম সৌরভ গাঙ্গুলি (Sourav Ganguly)। তাঁকে নিয়ে নতুন করে আলোচনা করার কিছু নেই, কারণ গোটা বাঙালি সমাজকে জাগিয়ে তুলেছেন তিনি। লর্ডসের মাঠে জামা খুলে ঘোরানোর মত স্পর্ধা তাঁরই রয়েছে। এক কথায় বলা যায় ভারতীয় ক্রিকেট দলের পথপ্রদর্শক তিনি।
অন্যদিকে বাঙালির কাছে যে সৌরভ গাঙ্গুলি মানেই এক আবেগ, সেটা বলার অপেক্ষা রাখে না। টিম ইন্ডিয়া ক্যাপ্টেন থেকে শুরু করে বিসিসিআই প্রেসিডেন্ট সমস্ত কিছুই তাঁর নখ দর্পণ। অর্থাৎ এক কথায় খেলার মাঠ থেকে শুরু করে প্রশাসক সবই তিনি নিজের হাতে সামলেছেন সুনিপুণ দক্ষতার সাথে।
তবে এসবের পাশাপাশি বাঙালির দাদা সামাজিক মাধ্যমে সমান ভাবে সক্রিয় সেটা অবশ্য তাঁর ইনস্টাগ্রাম প্রোফাইল দেখলেই বোঝা যায়। মাঝেমধ্যেই তিনি তাঁর বিভিন্ন মুহূর্ত ভক্তদের সাথে ভাগ করে নেন। শুধু বাংলা নয়, পাশাপাশি গোটা দেশ তাঁর ভক্ত। আজ বিশ্ব মাতৃ দিবস সেই উপলক্ষে বাঙালির দাদা তাঁর মায়ের সাথে কাটানো একটি সুন্দর মুহূর্ত শেয়ার করে নিয়েছেন ভক্তদের সাথে।
View this post on Instagram
ইন্সটাগ্রামে ছবিটিতে দেখা যাচ্ছে বাড়ির খাবারের টেবিলে বসে রয়েছেন সৌরভ গাঙ্গুলি, আর তাঁকেসযত্নে খাবার বেড়ে দিচ্ছেন তাঁর মা। সুখ-দুঃখ হাসি কান্না প্রেম ভালবাসার মতই ‘মা’ একটি আবেগ যা কোন কিছুতেই জাহির করা যায় না। যদিও বছরের একটি দিন দিয়ে কোনভাবেই মায়ের ঋণ শোধ করা যায় না কারণ মা মানে শুধু একজন নয়, গোটা মহিলা সমাজ যারা দীর্ঘদিন ধরে নিজেদের সঞ্চারের প্রতি নিঃস্বার্থভাবে ভালো থাকার রসুন জগিয়ে আসছেন।