Sourav Ganguly: ‘মেগা ব্লকবাস্টার’, সৌরভের ভাইরাল পোস্টারে জল্পনা বাড়ছে

কিছুদিন ধরে এই জল্পনা বাড়ছিল। তবে কি এবার মহারাজ (Sourav Ganguly) সিনেমায় যোগ দেবেন! এমনই কানাঘুষো শোনা যাচ্ছিল। সৌরভ গাঙ্গুলীর নিজের বায়োপীকে নিজেই অভিনয় করার…

Sourav Ganguly: 'মেগা ব্লকবাস্টার', সৌরভের ভাইরাল পোস্টারে জল্পনা বাড়ছে

কিছুদিন ধরে এই জল্পনা বাড়ছিল। তবে কি এবার মহারাজ (Sourav Ganguly) সিনেমায় যোগ দেবেন! এমনই কানাঘুষো শোনা যাচ্ছিল। সৌরভ গাঙ্গুলীর নিজের বায়োপীকে নিজেই অভিনয় করার কথা প্রকাশ্যে এসেছিল। কিন্তু এই সব ছিল শুধুমাত্র সাধারণ মানুষের অনুমান।

কিছুদিন আগে সৌরভ গাঙ্গুলীর একজন অনুরাগী সোশ্যাল মিডিয়ায় একটি পোস্ট করেন যাতে সৌরভ গাঙ্গুলীর ছবির সাথে লেখা রয়েছে ওয়াসিম প্রযোজিত “মেগা ব্লকবাস্টার”। এই ছবি প্রকাশ্যে আসতেই অনেকে এটিকে ভাইরাল করেন এবং সৌরভের অভিনয় জগতে পা রাখার কথা বলেন। এতদিনে সৌরভ বা তার ম্যানেজমেন্ট এর তরফ থেকে এই বিষয়ে কোন কথাই প্রকাশ্যে আনা হয়নি।

Advertisements

এবার গত বৃহস্পতিবার সৌরভ গাঙ্গুলী নিজে এই পোস্টটি তার ইনস্টাগ্রাম প্রোফাইল থেকে পোস্ট করেন এবং তিনি লেখেন “শুটিং করে খুব মজা হয়েছে। নতুন মেগা ব্লকবাস্টার খুব তাড়াতাড়ি রিলিজ হচ্ছে।” তাতে এই জল্পনা আরো বেশি ফুলে ফেঁপে ওঠে। এই দিন তার সাথে দক্ষিণী নায়িকা রশমিকা মন্দানা এবং ভারতীয় অধিনায়ক রোহিত শর্মাও একইভাবে নিজেদের ফটো দেওয়া মেগা ব্লকবাস্টারের পোস্টার নিজের নিজের ইনস্টাগ্রাম অ্যাকাউন্টে পোস্ট করে। তার ফলে এখনো পর্যন্ত বোঝা যাচ্ছে না এটি কিসের পোস্টার। এটা কোন সিনেমা না হয়ে অন্য কোন প্রজেক্টের অংশও হতে পারে। তবে এই বিষয়ে সকল অনুরাগীরা খুবই আগ্রহী। ৪ ঠা সেপ্টেম্বর এটির ট্রেলার রিলিজ হবে বলেও জানা গিয়েছে। এখন শুধু সেই দিনের অপেক্ষা।