BCCI: বিনি ভারতীয় বোর্ডে, বিশ্ব ক্রিকেটের সম্ভাব্য পরিচালনায় মহারাজ

Sourav Ganguly

বিসিসিআই সভাপতি পদে সৌরভ গঙ্গোপাধ্যায়ের পরিবর্তে আসতে চলেছেন ১৯৮৩ এর বিশ্বকাপজয়ী ক্রিকেটার রজার বিনি। এই মুহুর্তে কর্ণাটক স্টেট ক্রিকেট অ্যাসোসিয়েশনের দায়িত্বে রয়েছেন বিনি। এর আগে বিসিসিআইয়ের সিলেকশান কমিটিতেও ছিলেন তিনি। তবে সূত্রের খবর, বিসিসিআইয়ের পদ ছেড়ে এবার আইসিসির দিকে পা বাড়াচ্ছেন সৌরভ। 

২০১৯ সালে বোর্ড সভাপতি পদে নির্বাচিত হয়েছিলেন ভারতীয় ক্রিকেট দলের প্রাক্তন অধিনায়ক। সুপ্রিম কোর্টের নির্দেশের পর সৌরভের ২০২৫ অবধি বোর্ড সভাপতি পদে থাকায় কোনও বাধা নেই। শোনা যাচ্ছে, পরবর্তী আইসিসির চেয়ারম্যান পদে তাঁর নাম প্রস্তাব করতে চায় বিসিআই।  

   

আগামী ১৮ অক্টোবর মুম্বইয়ে রয়েছে বিসিসিআইয়ের নির্বাচন। সেখানেআজ অথবা কাল মনোনয়ন জমা দেবেন রজার বিনি। সূত্রের খবর, বিসিসিআইয়ের সচিব পদে থাকছেন জয় শাহ। তবে আইসিসির বিশেষ পদ পেতে চলেছেন তিনি। শোনা যাচ্ছে, বিসিসিআইয়ের সহ-সভাপতির দৌড়ে রয়েছে রাজীব শুক্ল। একইসঙ্গে বিসিসিআইয়ের দায়িত্বে আসতে পারেন অসম ক্রিকেট অ্যাসোসিয়েশনের সচিব দেবোজিৎ সাইকিয়া, দিল্লি ক্রিকেট বোর্ডের প্রধান রোহন জেটলি। 

বিসিসিআইয়ের কোষাধ্যক্ষের পদে লড়াই করছেন আশীষ সেলার এবং অরুণ ধুমাল। পরবর্তী আইপিএলে চেয়ারম্যান পদের জন্য অরুণ ধুমালের নাম উঠে আসছে। 

গত ৬ অক্টোবর দুটি বৈঠক ঝয়েছিল বিসিসিআইয়ের। একটিতে ছিলেন কেন্দ্রীয় যুবকল্যাণ ও ক্রীড়ামন্ত্রী অনুরাগ ঠাকুর। বোর্ডের প্রাক্তন ও বর্তমান শীর্ষকর্তাদের কয়েকজনও বৈঠকে ছিলেন। সেই সময়ই পরবর্তী বিসিসিআই সভাপতি হিসেবে নাম উঠে এসেছে রজার বিনির। সভাপতি হিসাবে তাঁর নাম কেএসসিএ পাঠিয়েছে।

এই ধরনের গুরুত্বপূর্ণ খবর পেতে Google News-এ Kolkata24x7 ফলো করুন