দেবী পক্ষে ২০০ জন অনাথ শিশুর পাশে দাঁড়ালেন বাংলার মহারাজ

SOURAV-GANGULY

এবার পুজোয় বড় পদক্ষেপ নিলেন সৌরভ গঙ্গোপাধ্যায় (Sourav Ganguly)। ২০০ জন অনাথ শিশুর মুখে হাসি ফোটালেন মহারাজ(Sourav Ganguly)। মহাপঞ্চমীর বিশেষ দিনে আপনজন নামক একটি হোমে গিয়েছিলেন সৌরভ। সেখানে থাকা অনাথ শিশুদের সঙ্গে বেশ কিছুক্ষণ সময় কাটান তিনি। তাদের জন্য খাতা, বই, পেন সহ চকলেট, ইত্যাদি নিয়ে গিয়েছিলেন।

শুধু তাই নয় ওখানে থাকা ২০০ জন অনাথ শিশুর পড়াশোনার দ্বায়িত্ব নিলেন সৌরভ। পাশাপাশি তাদের অন্যান্য সমস্ত দায় দায়িত্ব, খরচের ভার নিজের কাঁধে তুলে নেন এবং প্রমান করলেন কেন তাঁকে বাংলার মহারাজ বলা হয়। আপনজন হোমে থাকা অনাথ শিশুরা তাদের বাবা মায়ের থেকে দূরে রয়েছেন। এদের মধ্যে কেউ শারীরিক ভাবে প্রতিবন্ধী।

   

সেই কারণে তাদের বাবা তাদের হোমে রেখে চলে গেছে। আবার কেউ অনাথ। হোমে থাকা বেশিরভাগ শিশুদের হাওড়া, পার্ক সার্কাস ইত্যাদি জায়গা থেকে নিয়ে আসা হয়েছে। আপনজন হোমে সৌরভের(Sourav Ganguly) এই প্রথম আসা নয় এর আগেও তিনি হোমে এসেছেন শিশুদের সঙ্গে সময় কাটাতে।

উল্লেখ্য, কিছুদিন আগে সৌরভ গঙ্গোপাধ্যায় (Sourav Ganguly) এবং তার স্ত্রী আরজি কর কাণ্ড নিয়ে বেঁফাস মন্তব করে বসেন। এর পরই নানা কটাক্ষের মুখে পড়তে তাদের। কৃত মানবতার উদযাপনে মাতলেন বাংলার দাদা

এই ধরনের গুরুত্বপূর্ণ খবর পেতে Google News-এ Kolkata24x7 ফলো করুন