‘বাইরে আয়, দেখে নেব…’, শোয়েবকে যখন শাসিয়েছিলেন সৌরভ! জানুন বিস্তারিত

ভারত এবং পাকিস্তান (India vs Pakistan) ক্রিকেট দলের মধ্যে লড়াই যে সবসময়ই হাইভোল্টেজ হয়, সেটা আর আলাদা করে বলে দেওয়ার দরকার নেই। যদিও গত কয়েকবছর…

ভারত এবং পাকিস্তান (India vs Pakistan) ক্রিকেট দলের মধ্যে লড়াই যে সবসময়ই হাইভোল্টেজ হয়, সেটা আর আলাদা করে বলে দেওয়ার দরকার নেই। যদিও গত কয়েকবছর ধরে রাজনৈতিক টানাপোড়েনের কারণে ২০১২ সালের পর থেকে এই দুটো দলের মধ্যে আর কোনও দ্বিপাক্ষিক সিরিজ আয়োজন করা হয় না। শুধুমাত্র আইসিসি এবং এসিসি ইভেন্টে এই দুটো দলকে একে অপরের বিরুদ্ধে লড়াই করতে দেখা যায়। যদিও আগেকার সেই উত্তেজনা এখন অনেকটাই প্রশমিত হয়ে গিয়েছে।

‘ভুল ব্যাখ্যা করা হয়েছে…’, আরজি করের ধর্ষণ প্রসঙ্গে ‘ইউ-টার্ন’ সৌরভের

   

নাদের আলির পডকাস্ট অনুষ্ঠানে এসে কামরান আকমল ২০০৫ সালে আয়োজিত মোহালি টেস্টের এই ঘটনাটি উল্লেখ করেছিলেন। একটা লুজ বলে সৌরভ প্রথমে বাউন্ডারি হাঁকিয়েছিলেন। সেইসময় মিড-অনে দাঁড়িয়েছিলেন শোয়েব মালিক। তিনি সৌরভের সঙ্গে মাইন্ড গেম খেলার চেষ্টা করেন। মজার ব্যাপার, পরের বলেই আউট হয়ে যান সৌরভ।

কামরান আকমল বললেন, ‘২০০৪ সালের মোহালি টেস্টের কথা। প্রথমে কানেরিয়ার বলে সৌরভ একটা বাউন্ডারি হাঁকিয়েছিল। এরপর শোয়েব মালিক আমাকে বলেছিলেন, কামরন দাদার উপর কত চাপ রয়েছে। ছক্কা হাঁকানোর বলে চার মারতে হচ্ছে। আর পরের বলেই সৌরভ স্টেপ আউট করেন এবং স্টাম্পড হয়ে প্যাভিলিয়নে ফিরতে হয়।’

 

সঙ্গে তিনি আরও যোগ করেছেন, ‘তবে যখন সৌরভ প্যাভিলিয়নের দিকে যাচ্ছিলেন, সেইসময় একবার শোয়েবের দিকে তাকান তিনি। বলে যান, তুই খুব চালাক। তোকে আমি ছাড়ব না। তুই একবার বাইরে আয়।’

তবে কামরান আকমলের এই কথাটা গুজব বলে উড়িয়ে দেন সৌরভ। তিনি স্পষ্ট জানিয়ে দেন যে মোহালি টেস্টে স্টাম্প আউট তিনি হননি।