ভারতীয় ক্রিকেট দলের সাফল্যে সৌরভ গঙ্গোপাধ্যায়ের (Sourav Ganguly) অবদান যে কতখানি, সেটা আর আলাদা করে বলে দেওয়ার দরকার নেই। একটা সময় ভারতীয় ক্রিকেট দল ক্রমশ গড়াপেটার অন্ধকারে ডুবতে বসেছিল, সেইসময় সৌরভের নেতৃত্বে টিম ইন্ডিয়া কার্যত জঙ্গল সাফ করেছে, রাজপথ তৈরি করেছে, আর সেই রাজপথ দিয়ে বিজয়রথে চেপে এগিয়ে গিয়েছে। একমাত্র এই সৌরভেরই সাহস হয়েছিল স্টিভ ওয়ার চোখে চোখ রেখে ঐতিহাসিক ইডেন টেস্ট জিততে, কিংবা লর্ডসের ব্যালকনিতে দাঁড়িয়ে আদূল গায়ে জার্সি ওড়াতে। মাঠে যতই সিংহবিক্রমে তিনি লড়াই করুন না কেন, টিম ইন্ডিয়ার প্রত্যেক ক্রিকেটারকে তিনি নিজের পরিবারের মতো আগলে রাখতেন। কিন্তু, এই সৌরভই একবার ভারতীয় ক্রিকেট দলের প্রাক্তন উইকেটকিপার ব্যাটার দীনেশ কার্তিকের উপর রেগে লাল হয়ে গিয়েছিলেন। কী হয়েছিল ঘটনাটি, আসুন তাহলে জেনে নেওয়া যাক।
ঘটনাটি ‘ব্রেকফাস্ট উইথ চ্যাম্পিয়ন’ অনুষ্ঠানে দীনেশ কার্তিক নিজেই স্বীকার করেছিলেন। তখনও ভারতীয় ক্রিকেট দলে অতটাও পরিচিত মুখ হননি কার্তিক। ঘটনাটি ২০০৪ সালের। ভারত এবং পাকিস্তান ক্রিকেট দলের মধ্যে চ্যাম্পিয়ন্স ট্রফির ম্যাচ চলছিল। টিম ইন্ডিয়াকে নেতৃত্ব দিচ্ছিলেন সৌরভ। এই টুর্নামেন্টের মাত্র দিনকয়েক আগেই ইংল্যান্ডের বিরুদ্ধে একদিনের ক্রিকেটে অভিষেক করেছিলেন দীনেশ। কিন্তু, পাকিস্তানের বিরুদ্ধে ওই ম্য়াচে খেলছিলেন না তিনি। ইতিমধ্যে পানীয় বিরতি চলাকালীন তাঁকে মাঠের মধ্যে ড্রিঙ্কস নিয়ে যেতে হয়েছিল। টিম হাডলে ব্যস্ত ছিল ভারতীয় ক্রিকেট দল। দৌড়তে দৌড়তে মাঠে প্রবেশ করার পর কার্তিক শরীরের ভারসাম্য আর ধরে রাখতে পারেননি। ঘাসের উপর তাঁর পা পিছলে যায় এবং সোজা তিনি সৌরভের গায়ে হুমড়ি খেয়ে পড়েন!
এমন একটি আচমকা ঘটনার পর রীতিমতো রেগে যান সৌরভ। তিনি চিৎকার করে ওঠেন, ‘এই পাগলটা কে রে? এদের কোথা থেকে ধরে নিয়ে আসে?’ ঘটনাটির পর কার্তিক নিজেও বেশ লজ্জিত হয়ে পড়েন।
Throwback to our Champion recalling this hilarious moment on the field!#ThrowbackThursday #DineshKarthik #SouravGanguly #RohitSharma #Cricket @DineshKarthik @gauravkapur pic.twitter.com/jDoQSYRnL3
— Oaktree Sports (@OaktreeSport) September 19, 2019
ইতিমধ্যেই আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসর গ্রহণ করেছেন দীনেশ কার্তিক। নিজের ৩৯তম জন্মদিনে ক্রিকেটের যাবতীয় ফরম্য়াট থেকে তিনি অবসরের কথা ঘোষণা করেন। এই মর্মে সোশ্যাল মিডিয়ায় তিনি যথেষ্ট দীর্ঘ একটি পোস্ট করেছিলেন। সঙ্গে শেয়ার করেছিলেন একটি ভিডিওয়। আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসর গ্রহণের আগেই তিনি আইপিএল টুর্নামেন্টকেও ‘অলবিদা’ জানিয়েছিলেন। অবসর গ্রহণের পর ওই সোশ্যাল মিডিয়া পোস্টে তিনি কোচ, সমর্থক, নিজের পরিবার এবং স্ত্রী দীপিকা পাল্লিকলকে শুভেচ্ছা জানিয়েছিলেন।