ফাইনালে হারলে সমুদ্রে ঝাঁপ দেবেন রোহিত: সৌরভ

শনিবার টি টোয়েন্টি ( T20 World Cup) মহারণ। ভারতের প্রতিপক্ষ দক্ষিণ আফ্রিকা। এই ম্যাচ ভারত কি জিতবে? এ প্রশ্নের জবাবে প্রাক্তন ভারত অধিনায়ক সৌরভ গঙ্গোপাধ্যায়…

Sourav Ganguly, Rohit Sharma, T20 World Cup

শনিবার টি টোয়েন্টি ( T20 World Cup) মহারণ। ভারতের প্রতিপক্ষ দক্ষিণ আফ্রিকা। এই ম্যাচ ভারত কি জিতবে? এ প্রশ্নের জবাবে প্রাক্তন ভারত অধিনায়ক সৌরভ গঙ্গোপাধ্যায় (Sourav Ganguly) বললেন, ‘ফাইনালে হারলে রোহিত হয়ত বার্বাডোজ সমুদ্রে ঝাঁপ দেবে।’

১৩ বছর পর কি ফের একটা বিশ্বকাপ জিতবে ভারত? এটাই এখন কোটি টাকার প্রশ্ন। ১৯৮৩ সালে কপিল দেব বিশ্বকে চমকে দিয়ে বিশ্বকাপ জিতেছিলেন। সেটা ছিল শুরু। তারপর ২০০৩ সালে ফাইনালে গিয়ে হারতে হয়ে ছিল ভারতকে। সেই সময় দলের অধিনায়ক ছিলেন সৌরভ গঙ্গোপাধ্যায়। ২০২৪ সালের টি টোয়েন্টি বিশ্বকাপের ফাইনাল নিয়ে তিনি বলছেন, ‘ভারতের ব্যাটিং তো শক্তিশালী আছেই। আর বোলাররা দূরন্ত ফর্মে রয়েছেন। পরে ব্যাট করলে পস্তাতে পারে দক্ষিণ আফ্রিকা।’ অর্থাৎ ২০ ওভারের বিশ্বকাপে ভারতকে এগিয়ে রাখছেন প্রাক্তন সেনাপতি।

   

২০০৩ সালে দক্ষিণ আফ্রিকার মাটিতেই বিশ্বাকাপের ফাইনাল হেরেছিল সৌরভের টিম ইন্ডিয়া। তারপর ২০০৭ সালের প্রথম টি টোয়েন্টি বিশ্বকাপ জেতে ভারত। সেটাও দক্ষিণ আফ্রিকা। তখন দলের দায়িত্বে মহেন্দ্র সিং ধোনি। অধিনায়ক হিসেবে শুরুতেই বাজিমাত করেছিলেন। ২০১১ সালে তাঁর হাত ধরেই দ্বিতীয়বার এক দিনের আন্তর্জাতিক বিশ্বকাপের স্বাদ পায় ভারত। সেটাই শেষ। তারপর গত বছর বিশ্বকাপের ফাইনালে উঠে হেরে যায় রোহিত শর্মার টিম ইন্ডিয়া। ২০০৩ সালের পর ২০২৩ সালেও বিশ্বকাপের ফাইনালে ভারতকে হারায় অস্ট্রেলিয়া।

সৌরভের পর রোহিতেরও হাতছাড়া হয় বিশ্বকাপ। এবার টি টোয়েন্টি বিশ্বকাপে অস্ট্রেলিয়াকে হারিয়ে বদলা নিয়েছে ভারত। ফাইনালে কী হবে? সৌরভ গঙ্গোপাধ্যায় মনে করছেন, ‘আমার মনে হয় না সাত মাসের মধ্যে দ্বিতীয় ফাইনাল হারবে রোহিত শর্মা।’ এরপরেই মজার ছলে মহারাজ বললেন, ‘রোহিত যদি পরপর দুটো ফাইনাল হেরে যায়, তাহলে বার্বাডোজ সমুদ্রে ঝাঁপ দেবে।’

এই প্রথম কোনও বিশ্বকাপের ফাইনালে উঠেছে দক্ষিণ আফ্রিকা। প্রথমবার কাপ জিতে চোকার্স তকমা কি ঘোচাতে পারবে? আবার, ২০১৪ সালের পর ভারত কোনও আইসিসি ট্রফি জেতেনি। ১০ বছরের খরা কী কাটবে? ক্রিকেট দুনিয়ায় নানা প্রশ্ন ঘুরছে। কয়েক ঘণ্টার মধ্যেই উত্তর মিলবে।