Sourav Ganguly: সন্ত্রাসবাদ নিয়ে পাকিস্তানকে কড়া বার্তায় কী বললেন সৌরভ?

পাকিস্তানের বিরুদ্ধে সন্ত্রাসবাদ নিয়ে উত্তাল গোটা দেশ। একদিকে পহেলগাঁওয়ে জঙ্গি হামলা, অন্যদিকে ভারতের এশিয়া কাপ জয়। এহেন পরিস্থিতিতে ফের প্রশ্ন উঠেছে, ফের পাকিস্তানের সঙ্গে ক্রিকেট…

Sourav Ganguly Hints at Hope for IPL 2025 Final at Eden Gardens

পাকিস্তানের বিরুদ্ধে সন্ত্রাসবাদ নিয়ে উত্তাল গোটা দেশ। একদিকে পহেলগাঁওয়ে জঙ্গি হামলা, অন্যদিকে ভারতের এশিয়া কাপ জয়। এহেন পরিস্থিতিতে ফের প্রশ্ন উঠেছে, ফের পাকিস্তানের সঙ্গে ক্রিকেট খেলা উচিত কি না?

ঠিক এই বিতর্কের মাঝেই এক গুরুত্বপূর্ণ বার্তা দিলেন প্রাক্তন ভারত অধিনায়ক সৌরভ গঙ্গোপাধ্যায় (Sourav Ganguly)। সোমবার কলকাতায় এক অনুষ্ঠানে দাঁড়িয়ে সৌরভ স্পষ্ট ভাষায় জানিয়ে দেন, “সন্ত্রাসবাদ বন্ধ হওয়া অত্যন্ত জরুরি। সেটা শুধু ভারত ও পাকিস্তানের মধ্যে নয়, গোটা পৃথিবীজুড়েই। তবে খেলা থেমে থাকতে পারে না।”

   

পহেলগাঁও হামলার রেশ এখনও টাটকা। ‘অপারেশন সিঁদুর’ মতো সাহসী সেনা অভিযানের পরে এবার ভারত-পাক ক্রিকেট ম্যাচ। ফলে গোটা দেশে তৈরি হয়েছিল মিশ্র প্রতিক্রিয়া। কেউ বলেছিলেন পাকিস্তানকে আন্তর্জাতিক মঞ্চে একঘরে করে দেওয়া হোক, কেউ আবার বলছেন খেলা চলুক খেলার মতোই। সন্ত্রাসের জবাব মাঠে দিক ভারতীয় ক্রিকেটাররা।

এই প্রেক্ষাপটে সৌরভ গঙ্গোপাধ্যায়ের মন্তব্য অত্যন্ত তাৎপর্যপূর্ণ। মনে করিয়ে দেওয়া যায়, কার্গিল যুদ্ধের ঠিক পরে তাঁর নেতৃত্বেই পাকিস্তান সফরে গিয়েছিল ভারতীয় দল। প্রধানমন্ত্রী অটলবিহারী বাজপেয়ী সেই সময় সৌরভকে বলেছিলেন, “দিল জিত লো।” সেই সফরে ভারতীয় দল শুধুই ম্যাচ জেতেনি, জিতেছিল দুই দেশের মানুষের মনও।

এদিন সৌরভ বলেন, “সন্ত্রাসবাদের বিরুদ্ধে লড়াই জারি রাখতে হবে। তবে খেলার মাধ্যমে একটা শান্তির বার্তা যেতেই পারে। খেলাধুলো মানুষের আবেগ, তা থামিয়ে রাখা যায় না।”

Advertisements

অন্যদিকে, রবিবার দুবাইয়ে এশিয়া কাপে ভারত-পাক ম্যাচ কার্যত একপেশেভাবে জিতে নেয় সূর্যকুমার যাদবরা। পাকিস্তানকে ১২৮ রানের সহজ লক্ষ্যে ব্যাট করতে নেমে ৭ উইকেটে জিতে যায় ভারত। চিরপ্রতিদ্বন্দ্বীর বিরুদ্ধে দাপুটে জয় ভারতীয় দলের মনোবল যে আরও বাড়াবে, তা বলাই বাহুল্য।

ম্যাচের শেষে ভারতীয় অধিনায়ক সূর্যকুমার যাদব এক বড় বার্তা দেন। তিনি বলেন, “এই জয় আমরা উৎসর্গ করছি আমাদের সেনাবাহিনীকে। পহেলগাঁও হামলায় শহিদ পরিবারের প্রতি আমাদের সমবেদনা রয়েছে। আমরা সবসময় ওঁদের পাশে আছি।” সূর্যকুমার এদিন পাক ক্রিকেটারদের সঙ্গে করমর্দন না করেই ড্রেসিংরুমে ফিরে যান। তাঁর এই বার্তাও দেশের মানুষের মধ্যে আলাদা সাড়া ফেলে দিয়েছে।