Sourav Ganguly : কলকাতায় নতুন বাড়ি কিনেছেন সৌরভ, দাম শুনলে চোখ কপালে উঠবে

প্রায় ৪৮ বছরের অবসান। বেহালার বিরেন রায় রোডের পর নতুন ঠিকানা হতে চলেছে সৌরভ গঙ্গোপাধ্যায়ের (Sourav Ganguly)। নতুন বাড়ি নিয়েছেন কলকাতায়। ব্যস্ত শহরের মাঝামাঝি জায়গায়…

প্রায় ৪৮ বছরের অবসান। বেহালার বিরেন রায় রোডের পর নতুন ঠিকানা হতে চলেছে সৌরভ গঙ্গোপাধ্যায়ের (Sourav Ganguly)। নতুন বাড়ি নিয়েছেন কলকাতায়। ব্যস্ত শহরের মাঝামাঝি জায়গায় মহারাজের নতুন বাড়ি। দামটাও রাজকীয়।

লোয়ার রদন স্ট্রিট নতুন বাড়ি কিনেছেন সৌরভ গঙ্গোপাধ্যায়। যিনি ভারতীয় ক্রিকেট নিয়ামক সংস্থা বিসিসিআই এর সভাপতি। ২৩.৬ কাঠা জমির ওপর দু’তলা বাড়ি। ব্যস্ত এলাকার মধ্যে হলেও বাড়ির অন্দরে নিরিবিলি পরিবেশ।

   

সৌরভের নতুন বাড়ির ছবি ইতিমধ্যে সামাজিক মাধ্যমে প্রকাশিত হয়েছে। সাধারণের মধ্যে জনপ্রিয়তাও পেতে শুরু করেছে। কেউ নতুন বাড়ি কিনলেন সবার একটা প্রশ্ন থাকেই। দাম কতো পড়ল? সৌরভের ক্ষেত্রেও এর ব্যতিক্রম হচ্ছে না।

মহারাজের নতুন বাড়ির দাম জানতে ইচ্ছুক অনেকে। জানা গিয়েছে প্রায় ৪০ কোটি টাকার বিনিময়ে এই বাড়ি কিনেছেন তিনি। সংবাদ মাধ্যমে বলেছেন, ‘নিজের বাড়ি কিনে ভালো লাগছে।’