IPL 2024: আইপিএল-এ অভিষেক হল ৩৩৮.৮৮ স্ট্রাইক রেটের ব্যাটসম্যানের

sourav chauhan debut in IPL 2024 for RCB

শনিবার রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুকে হারিয়ে টানা চার ম্যাচ জিতেছে রাজস্থান রয়্যালস। আইপিএলের (IPL 2024) ১৭তম মরসুমে এখনও পর্যন্ত দুর্দান্ত পারফর্ম করছে সঞ্জু স্যামসনের দল। ১৯তম ম্যাচের ২০ ওভারে তিন উইকেট হারিয়ে ১৮৩ রান তুলেছিল আরসিবি।(RCB)। জবাবে পাঁচ বল বাকি থাকতে ৬ উইকেটে ম্যাচ জিতে নেয় রাজস্থান। এই ম্যাচেই আরসিবির হয়ে অভিষেক হয় এক তরুণ ক্রিকেটারের (Sourav Chauhan)।

IPL 2024: চেন্নাই সুপার কিংসের সবথেকে দামী ক্রিকেটার হয়ে উঠেছেন দলের মাথা ব্যাথার কারণ

   

আরসিবির হয়ে ইমপ্যাক্ট প্লেয়ার হিসেবে মাঠে নেমেছিলেন সৌরভ চৌহান। রাজস্থান রয়্যালসের বিরুদ্ধে ৬ বল মোকাবিলা করে ৯ রান করেছিলেন। সৌরভের অভিষেক নিয়ে দলের অধিনায়ক ফাফ ডু প্লেসিস বলেছেন, ‘অনেকেই ওকে চেনেন না। ওর ভালো স্কিল এবং ব্যাটিং দক্ষতা রয়েছে।’

২০০০ সালের ২৭ মে আহমেদাবাদে জন্ম সৌরভের। ২১ বছর বয়সে সৈয়দ মুস্তাক আলি ট্রফিতে তাঁর অভিষেক হয়েছিল। বাবা দিলীপ চৌহান গ্রাউন্ডসম্যানের কাজ করতেন। ক্যারিয়ারে এখনও পর্যন্ত ছ’টি প্রথম শ্রেণির ম্যাচ খেলেছেন সৌরভ, ২২৫ রান করেন। একই সঙ্গে ১৩টি লিস্ট ‘এ’ ম্যাচে দু’টি সেঞ্চুরির সাহায্যে করেছেন ৪৭৬ রান। এছাড়া ২০টি টি-টোয়েন্টি ম্যাচে ৪৭৩ রান করেছেন। এই ফরম্যাটে তাঁর সর্বোচ্চ স্কোর ৮৪ রান।

Virat Kohli: এক ম্যাচে তিনটি রেকর্ড গড়তে পারেন বিরাট

আরসিবির হয়ে এদিনের ম্যাচে খেলতে নামা প্রসঙ্গে তিনি বলেছেন, ‘এ বছর দু’টি নির্বাচক ক্যাম্পে অংশ নিয়েছিলাম। দিল্লির এবং আরসিবির। আরসিবিতে নির্বাচিত হওয়ায় খুশি। আমি আমার সাফল্য আমার কোচ তারক ত্রিবেদী, আমার বাবা-মা এবং গুজরাট ক্রিকেট অ্যাসোসিয়েশনকে উৎসর্গ করতে চাই। তাঁরা আমাকে অনেক সাহায্য করেছেন।’

নিলাম থেকে ২০ লাখ টাকার বেস প্রাইসে ২৩ বছর বয়সী এই ব্যাটসম্যানকে দলে নিয়েছিল আরসিবি। সৈয়দ মুস্তাক আলি ট্রফিতে সৌরভের স্ট্রাইক রেট নজর কেড়েছিল। ১০ বলের বেশি খেলার পর তাঁর স্ট্রাইক রেট ছিল ৩৩৮.৮৮।

এই ধরনের গুরুত্বপূর্ণ খবর পেতে Google News-এ Kolkata24x7 ফলো করুন