
ক্রিকেট (Cricket) বিশ্বে খুব কমই আলোচনায় আসে ভুটানের নাম। কিন্তু সব হিসেব বদলে দিলেন ভুটানের ২২ বছরের বাঁহাতি স্পিনার সোনম ইয়েশে। আন্তর্জাতিক টি-টোয়েন্টি ক্রিকেটে ইনিংসে ৮ উইকেট নিয়ে নতুন বিশ্বরেকর্ড গড়ে তাক লাগিয়ে দিলেন এই তরুণ বোলার। তাঁর বিধ্বংসী স্পিনের সামনে মাত্র ৫৬ বলেই মুখ থুবড়ে পড়ল মায়ানমার।
টি-টোয়েন্টি মানেই যেখানে ব্যাটারদের দাপট, সেখানে বোলারদের এমন আধিপত্য প্রায় অকল্পনীয়। সেই অসম্ভবকেই সম্ভব করলেন সোনম। মায়ানমারের বিরুদ্ধে চার ওভারে মাত্র ৭ রান দিয়ে তিনি তুলে নেন ৮টি উইকেট। ইকোনমি রেট ছিল অবিশ্বাস্য ১.৮০, সঙ্গে একটি মেডেন ওভার। আন্তর্জাতিক টি-টোয়েন্টির ইতিহাসে এই প্রথম কোনও বোলার এক ম্যাচে ৮ উইকেট নেওয়ার নজির গড়লেন।
ম্যাচের তৃতীয় ওভারেই আক্রমণে আসেন ইয়েশে। তারপর থেকেই শুরু হয় মায়ানমারের দুঃস্বপ্ন। একের পর এক ভয়ংকর ঘূর্ণিতে বিভ্রান্ত হয়ে তাসের ঘরের মতো ভেঙে পড়ে প্রতিপক্ষের ব্যাটিং লাইনআপ। প্রথম পাঁচ ব্যাটারকেই সাজঘরে ফেরান তিনি। মোট আট শিকারের মধ্যে চারজনই খাতা খুলতে পারেননি। ইয়েশের উইকেটগুলোর মধ্যে ছ’টি ক্যাচ, একটি বোল্ড এবং একটি এলবিডব্লিউ।
এই ঐতিহাসিক পারফরম্যান্সের ফলে মায়ানমারের ইনিংস শেষ হয়ে যায় মাত্র ৪৫ রানে, ৯.২ ওভারে। পুরো ইনিংস টিকে ছিল মাত্র ৫৬ বল। তার আগে ভুটান ব্যাট হাতে তোলে ১২৭ রান। ফলে ৮২ রানের বিশাল ব্যবধানে ম্যাচ জিতে নেয় ভুটান।
২০০৩ সালের ৩ ডিসেম্বর জন্ম সোনম ইয়েশের। এখনও পর্যন্ত ৩৫টি আন্তর্জাতিক টি-টোয়েন্টি ম্যাচে তাঁর উইকেট সংখ্যা ৩৮। তবে মায়ানমারের বিরুদ্ধে এই পারফরম্যান্স নিঃসন্দেহে তাঁর কেরিয়ারের সেরা সাফল্য। চলতি সিরিজে চার ম্যাচে ইতিমধ্যেই ১২ উইকেট তাঁর ঝুলিতে। সিরিজের শেষ ম্যাচে আরও উইকেট যোগ হবে বলেই আশাবাদী ভুটান শিবির।
এর আগে ছেলেদের আন্তর্জাতিক টি-টোয়েন্টিতে ইনিংসে সর্বোচ্চ ৭ উইকেট নেওয়ার নজির ছিল মাত্র দু’জনের। ২০২৩ সালে মালয়েশিয়ার সায়াজরুল ইদরুস এবং সেই বছরই বাহরিনের আলি দাউদ এই কীর্তি গড়েছিলেন। সেই তালিকাকে ছাপিয়ে এবার এককভাবে শীর্ষে উঠে এলেন ভুটানের তরুণ স্পিনার।
ক্রিকেটের মানচিত্রে হয়তো ভুটান এখনও ছোট নাম, কিন্তু সোনম ইয়েশের এই ‘দুরন্ত ঘূর্ণি’ প্রমাণ করে দিল। প্রতিভার কোনও ভৌগোলিক সীমানা নেই। বিশ্ব ক্রিকেট এখন নিশ্চয়ই নতুন করে চিনে রাখবে এই ২২ বছরের স্পিন জাদুকরকে।










