ISL : বাংলার কয়েকজন ফুটবলার যাদের আইএসএল খেলার যোগ্যতা রয়েছে

সন্তোষ ট্রফিতে রানার্স হয়েছে বাংলা। সেরার শিরোপা না পেয়েও আগামী দিনের জন্য তৈরি করে দিয়েছে সম্ভাবনা। দলে এমন অনেক ফুটবলার রয়েছেন যাদের রয়েছে ভারতের সর্বোচ্চ লিগে (ISL) খেলার প্রতিভা। 

Advertisements
Santosh Trophy
ম্যাচ সেরার পুরস্কার হাতে ফারদিন আলি মোল্লা।

মহম্মদ ফারদিন আলি মোল্লা

এটিকে মোহন বাগানের ফুটবলার। সন্তোষ ট্রফির টুর্নামেন্ট শুরুর দিকে গোল না পেলেও পরে নিজের জাত চিনিয়েছেন । বাংলা দলের অন্যতম সেরা ফুটবলার। প্রতিযোগিতায় কুড়ি বছর বয়সী এই ফরোয়ার্ড করেছেন আটটি গোল। 

মহিতোষ রায়

বাংলা দলের হয়ে খেলেছেন ধারাবাহিক ভাবে। মাঝমাঠে খেলা। নিয়ন্ত্রণ করার মতো দক্ষতা তাঁর রয়েছে। আগামী মরশুমে ইস্টবেঙ্গলের জার্সি পরে মাঠে নামতে পারেন।

দিলীপ ওরাওঁ 

Advertisements

বড় ম্যাচে জ্বলে উঠেছিলেন। গ্রুপ পর্বে গোল না পেলেও সেমিফাইনালে লক্ষ্যভেদ করেছিলেন। ফাইনাল ম্যাচেও কেরালার জালে বল জড়িয়েছেন। ইন্ডিয়ান সুপার লিগের কোনো দল তাঁকে সই করাতে চাইলে তা বিস্ময়কর হবে না। 

Santosh Trophy
নিশ্চিত পতন রুখেছিলেন প্রিয়ান্ত সিং।

প্রিয়ান্ত সিং

বঙ্গ দুর্গের শেষ প্রহরী। একাধিক ক্ষেত্রে দলের নিশ্চিত পতন রোধ করেছেন। কেরালার বিরুদ্ধে ফাইনাল ম্যাচে খেলেছেন দারুণ ফুটবল। প্রতিপক্ষের আগুয়ান ফুটবলারের পা থেকে কেড়ে নিয়েছিলেন বল। 

মনোতোষ চাকলাদার

বাংলা দলের অধিনায়ক। সন্তোষ ট্রফি টুর্নামেন্টে ধারাবাহিক পারফর্ম করেছেন। আগামী দিনে ইন্ডিয়ান সুপার লিগ খেলার সম্ভাবনা রয়েছে বলে মনে করা হচ্ছে।