জর্জিয়ার জাতীয় দলের এই ফুটবলারের দিকে নজর মোহনবাগানের

আগের ফুটবল সিজনে অনবদ্য পারফরম্যান্স ছিল মোহনবাগান (Mohun Bagan) সুপারজায়ান্টসের‌। ইস্টবেঙ্গল দলকে পরাজিত করে ডুরান্ড কাপ জয় করেছিল মেরিনার্সরা। পরবর্তীতে শক্তিশালী মুম্বাই সিটি এফসিকে হারিয়ে…

Solomon Kvirkvelia

আগের ফুটবল সিজনে অনবদ্য পারফরম্যান্স ছিল মোহনবাগান (Mohun Bagan) সুপারজায়ান্টসের‌। ইস্টবেঙ্গল দলকে পরাজিত করে ডুরান্ড কাপ জয় করেছিল মেরিনার্সরা। পরবর্তীতে শক্তিশালী মুম্বাই সিটি এফসিকে হারিয়ে আইএসএলের লিগশিল্ড জয় করে মোহনবাগান। যারফলে, আসন্ন ফুটবল সিজনে এএফসি চ্যাম্পিয়নস লিগের টায়ার টুয়ের যোগ্যতা অর্জন করতে সক্ষম হয়েছে কলকাতা ময়দানের এই প্রধান। যা নিঃসন্দেহে খুশি করেছে সমর্থকদের। তাই নয়া সিজনে ক্লাব ফুটবলের পাশাপাশি এই আন্তর্জাতিক টুর্নামেন্টের দিকেও বাড়তি নজর রয়েছে ম্যানেজমেন্টের।

   

সেইমতো দল গঠনের কাজ শুরু করেছিল এই ফুটবল ক্লাব। এবার নাকি তাদের নজর গিয়ে পড়েছে বর্তমান ইউরো খেলা এক ফুটবলারের দিকে। হ্যাঁ ঠিকই শুনছেন। এবার নাকি জর্জিয়ার জাতীয় দলের এক ডিফেন্ডারের সঙ্গে কথাবার্তা শুরু করেছে মোহনবাগান। তিনি সলোমন ক্রিভিরক্রিভিলিয়া। বর্তমানে দাঁড়িয়ে সৌদির প্রো লিগের ফুটবল ক্লাব আল-ওখদুদের সঙ্গে যুক্ত তিনি।

তবে খুব একটা সুযোগ পাননি তিনি। হিসেব অনুযায়ী চলতি মাসের শেষেই সেই ক্লাবের সঙ্গে চুক্তি শেষ হবে সলোমনের। তাই সবদিক মাথায় রেখেই এবার তাকে পেতে চাইছে সবুজ-মেরুন। যদিও এখনো পর্যন্ত চূড়ান্ত হয়নি কোনো কিছু।

তবে গতবারের বিদেশী ফুটবলারদের মধ্যে অজি বিশ্বকাপার জেসন কামিন্সের পাশাপাশি দিমিত্রি পেত্রাতোসের সঙ্গে চুক্তি বাড়ানোর পরিকল্পনা রয়েছে মেরিনার্সদের। তবে বাদ পড়তে পারেন ফিনল্যান্ডের তারকা ফুটবলার জনি কাউকে থেকে শুরু করে অস্ট্রেলিয়ান ফুটবলার ব্র্যান্ডন হ্যামিল এবং আর্মান্দো সাদিকুর মত ফরোয়ার্ড। তার পরিবর্তে একাধিক হাইপ্রোফাইল বিদেশির সঙ্গে কথাবার্তা এগিয়ে নিয়ে গিয়েছে মোহনবাগান শিবির। যাদের মধ্যে প্রায় নিশ্চিত হয়ে গিয়েছেন অস্ট্রেলিয়ান ফুটবলার জেমি ম্যাকলারেন। যতদূর শোনা গিয়েছে, আগামী কয়েকদিনের মধ্যেই তা চূড়ান্ত করতে পারে ফুটবল ক্লাব।