Hockey: আয়োজক দক্ষিণ আফ্রিকাকে ৩ গোলে হারাল ভারত

Hockey, India

শুক্রবার আয়োজক দক্ষিণ আফ্রিকাকে ৩-০ গোলে হারিয়ে দক্ষিণ আফ্রিকা সফরে অপরাজিত থাকার ধারা অব্যাহত রাখল ভারতীয় পুরুষ হকি (Hockey) দল। ম্যাচে ভারতের হয়ে স্কোরশিটে নাম তোলেন অধিনায়ক হরমনপ্রীত সিং (২’), অভিষেক (১৩’) ও সুমিত (৩০’)।

Advertisements

ম্যাচের শুরুতেই পেনাল্টি কর্নার পায় ভারত৷ অধিনায়ক হরমনপ্রীত জোরালো ড্র্যাগ ফ্লিক করে প্রতিপক্ষের জাল খুঁজে নেন৷ দ্বিতীয় মিনিটেই ভারতকে এগিয়ে দেন৷ প্রথম কোয়ার্টারের মাত্র কয়েক মিনিট বাকি থাকতে অভিষেক (১৩’) আক্রমণাত্মক মুভ করতে সক্ষম হন এবং দক্ষিণ আফ্রিকার গোলরক্ষককে পরাস্ত করে ভারতের লিড দ্বিগুণ করেন।

   

দ্বিতীয় কোয়ার্টারে দক্ষিণ আফ্রিকার প্রচুর আক্রমণ সত্ত্বেও ভারতের প্রতিরক্ষা তাদের কাঠিন্য বজায় রেখেছিল এবং ক্লিন শিট অর্জনের করেছে শেষ পর্যন্ত। হাফটাইমের ঠিক আগে সুমিত (৩০’) আরও একটি ফিল্ড গোল করতে সক্ষম হন। যার ফলে ভারত ৩-০ ব্যবধানে এগিয়ে যায়। হাফটাইমের পর দক্ষিণ আফ্রিকা গোল করার তাগিদ দেখাতে শুরু করলেও ভারতীয় ডিফেন্স দুর্গ অক্ষত থাকে এই ম্যাচে। তৃতীয় কোয়ার্টারে উভয় প্রান্তে প্রচুর অ্যাকশন দেখা গেলেও দুই দলের কেউই আর গোল করতে পারেনি।

ম্যাচের শেষ বাঁশি বাজতেই ৩-০ ব্যবধানে সহজ জয় তুলে নেয় ভারত। ২৮ জানুয়ারি নেদারল্যান্ডসের বিরুদ্ধে দক্ষিণ আফ্রিকা সফরের শেষ ম্যাচ খেলবে ভারত।

এই ধরনের গুরুত্বপূর্ণ খবর পেতে Google News-এ Kolkata24x7 ফলো করুন
Advertisements