ইস্টবেঙ্গলে আসছে বার্সেলোনার প্রাক্তন ফুটবলার?

সোশ্যাল মিডিয়ায় ইস্টবেঙ্গল (East Bengal) ক্লাবকে কেন্দ্র করে শুরু হয়েছে জোর জল্পনা। আসন্ন মরসুমের জন্য বার্সেলোনার প্রাক্তন এক ফুটবলারকে দলে নিতে নাকি আগ্রহী ইস্টবেঙ্গল। ফুটবল…

East Bengal Andreu Fontas

সোশ্যাল মিডিয়ায় ইস্টবেঙ্গল (East Bengal) ক্লাবকে কেন্দ্র করে শুরু হয়েছে জোর জল্পনা। আসন্ন মরসুমের জন্য বার্সেলোনার প্রাক্তন এক ফুটবলারকে দলে নিতে নাকি আগ্রহী ইস্টবেঙ্গল। ফুটবল প্রেমীদের আলোচনায় থাকা এই ফুটবলার খেলেছেন বার্সেলোনার মূল দলে।

Advertisements

Mohammedan SC: মহামেডানে টাকা ঢালবেন শাহরুখ? জেনে নিন ব্যাপারটা কী

   

কাকে নিয়ে শুরু হয়েছে জল্পনা?

সম্প্রতি জল্পনা শুরু হয়েছে বার্সেলোনায় খেলা Andreu Fontas-কে কেন্দ্র করে। আন্দ্রেউ ফন্টাস খেলেছেন বার্সেলোনার মূল দলে। বার্সেলোনার বি দলের হয়ে বেশ কিছু ম্যাচ খেলার পর মূল দলে সুযোগ পেয়েছিলেন তিনি। ৩৪ বছর বয়সী এই সেন্টার ব্যাকের সিনিয়র কেরিয়ার শুরু হয়েছিল স্প্যানিশ ক্লাব গিরোনা থেকে। তারপর গিয়েছিলেন বার্সেলোনায়। বার্সেলোনার বি দলের হয়ে সত্তরের বেশি ম্যাচ খেলার অভিজ্ঞতা তাঁর রয়েছেন। বার্সেলোনার বি দলের হয়ে করেছিলেন গোল। বার্সেলোনার মূল দলের হয়ে খেলেছিলেন প্রায় দশটি ম্যাচ।

বার্সেলোনার পর ক্লাব বদল করে যোগ দিয়েছিলেন সেল্টা-তে. তার আগে বার্সেলোনা থেকে লোনে খেলেছিলেন ম্যালোরকার হয়ে। সেল্টার হয়ে শতাধিক ম্যাচ খেলেছিলেন আন্দ্রেউ ফন্টাস। ২০১৩-২০১৮ পর্যন্ত ছিলেন এই ক্লাবের ফুটবলার।

মোহনবাগানের পাখির চোখ হতে পারে ACL 2

পেশাদার ফুটবল কেরিয়ারের বেশিরভাগ সময় তিনি খেলেছেন স্পেনে। সেল্টার পর যোগ দিয়েছিলেন আমেরিকার স্পোর্টিং কানসাস সিটি-তে. এখানে পে আশিটি ম্যাচে অংশ নিয়েছিলেন, করেছিলেন একাধিক গোল। স্পেনের বয়সভিত্তিক জাতীয় দলের হয়েও বেশ কিছু ম্যাচ খেলেছেন এই ডিফেন্ডার।

ভারতীয় ফুটবলে এখন একাধিক আন্তর্জাতিক খ্যাতি সম্পন্ন ফুটবলার খেলছেন। অনেকের বায়োডাটা চোখে পড়ার মতো। আন্দ্রেউ ফন্টাসের প্রোফাইলও যে অনুরূপ সেটা বলার অপেক্ষা রাখে না। যদিও তিনি ইস্টবেঙ্গলে নিশ্চিত এমনটা এখনই বলা যাচ্ছে না।