Social Media Stir: চোখ এড়ায়নি মোহনবাগানের ভুল, সঙ্গে সঙ্গে দলবদলের পোস্ট ডিলিট

sam_pereira

Social Media Stir: ইন্টার কাশী এফসি আনুষ্ঠানিকভাবে এফসি গোয়া থেকে লোনে ভারতীয় লেফট ব্যাক সানসন পেরেইরাকে চুক্তিবদ্ধ করার কথা ঘোষণা করেছে। সালগাওকার এফসির হয়ে ক্যারিয়ার শুরু করা ২৬ বছর বয়সী এই খেলোয়াড় ২০২০ সালের জুনে এফসি গোয়ায় যোগ দেন। ২০২১ সালে মর্যাদাপূর্ণ ডুরান্ড কাপ শিরোপা জেতা গৌড় স্কোয়াডেরও সদস্য ছিলেন তিনি। কলকাতার আইকনিক সল্টলেক স্টেডিয়ামে অনুষ্ঠিত ফাইনালে মহামেডান স্পোর্টিং ক্লাবকে ১-০ গোলে পরাজিত করে দলটি।

এদিকে হায়দরাবাদ এফসির বিরুদ্ধে ২০২৪ সালের ইন্ডিয়ান সুপার কাপের ম্যাচের জন্য টিম লাইনআপ নিয়ে একটি টুইটে মোহনবাগান সুপার জায়ান্টের অফিসিয়াল ‘এক্স’ হ্যান্ডেলটি টুইট করা হয়েছিল। তারা একই ক্যাপশন পোস্ট করেছিল যা ইন্টার কাশী তাদের সর্বশেষ সংযোজনকে স্বাগত জানানোর সময় রেখেছিল। যদিও বাগানের পক্ষ থেকে সঙ্গে সঙ্গে সেই পোস্ট ডিলিট করে দেওয়া হয়। ততক্ষণে অবশ্য মিডিয়া রিপোর্টে বিষয়টি উঠে গিয়েছিল।

গোয়ার নুভেমের বাসিন্দা ডিফেন্ডারকে স্বাগত জানিয়ে আই লীগের দলটি তাদের সোশ্যাল মিডিয়া হ্যান্ডেল ‘এক্স’-এ পোস্ট করা অফিসিয়াল টুইটটি এরকম:

Advertisements

রবিবার (১৪ জানুয়ারি) ইন্ডিয়ান সুপার কাপের ‘এ’ গ্রুপের দ্বিতীয় ম্যাচে হায়দরাবাদ এফসির মুখোমুখি হয় মোহনবাগান সুপার জায়ান্ট। মঙ্গলবার (৯ জানুয়ারি) ভুবনেশ্বরের কলিঙ্গ স্টেডিয়ামের ১ নম্বর পিচে উদ্বোধনী ম্যাচে শ্রীনিদি ডেকানকে ২-১ গোলে হারিয়ে টুর্নামেন্ট শুরু করেছিল ডিফেন্ডিং আইএসএল চ্যাম্পিয়নরা। রবিবার ৯১ তম মিনিটে পেনাল্টি থেকে দিমিত্রি পেট্রাটোসের গোলে হায়দরাবাদ এফসিকে ২-১ গোলে পরাজিত করে মোহন বাগান সুপার জায়ান্ট।

Advertisements