Social Media Buzz: হুগোকে বাদ দেওয়ার পথে মোহনবাগান!

Social Media Buzz: মোহন বাগান সুপার জায়ান্টকে নিয়ে জল্পনা থামছে না। কয়েক কোটি টাকার দল গড়ার পরেও মেলেনি প্রত্যাশা মতো ফল। বদলে ফেলা হয়েছে কোচ।…

Hugo Boumous

short-samachar

Social Media Buzz: মোহন বাগান সুপার জায়ান্টকে নিয়ে জল্পনা থামছে না। কয়েক কোটি টাকার দল গড়ার পরেও মেলেনি প্রত্যাশা মতো ফল। বদলে ফেলা হয়েছে কোচ। যার ফলে বদলাচ্ছে দর্শন। সেই সঙ্গে স্কোয়াড?

   

অ্যান্টোনিও লোপেজ হাবাস মোহন বাগান সুপার জায়ান্টের দায়িত্ব নেওয়ার পর থেকে আলোচনার কেন্দ্রে উঠে এসেছেন হুগো বুমৌস। কোচের সঙ্গে মাঝমাঠের এই সৃজনশীল ফুটবলারের সম্পর্ক ঠিক কেমন সেটা এখনো কুয়াশায় আচ্ছন্ন। কেউ বলছেন সব ঠিক আছে, কারও মতে হাবাসের সঙ্গে হুগোর সম্পর্ক খুব একটা ভালো না। বাগানের পক্ষ থেকেও হুগোর ব্যাপারে কোনো কিছু বলা হচ্ছে না। মুখে কুলুপ এঁটেছেন কোচ স্বয়ং। ফলত জল্পনার বেগ ক্রমে বৃদ্ধি পাচ্ছে।

সামনে হায়দরাবাদ এফসির বিরুদ্ধে বাগানের ম্যাচ রয়েছে। এই ম্যাচ বাগান জিততে চাইবে। প্রথম একাদশে কারা সুযোগ পেতে পারেন সে ব্যাপারে জল্পনা জারি রয়েছে। এরই মধ্যে সোশ্যাল মিডিয়ায় করা হচ্ছে বিস্ফোরক দাবি। হুগো বুমৌসকে নাকি সবুজ মেরুন স্কোয়াড থেকে বাদ দেওয়া হচ্ছে!

90ndstoppage তাদের সোশ্যাল মিডিয়া পোস্টে দাবি করেছে, মোহন বাগান সুপার জায়ান্টের ইন্ডিয়ান সুপার লীগের স্কোয়াড থেকে বাদ পড়েছেন হুগো বুমৌস। তার জায়গায় স্কোয়াডে জায়গা পেয়েছেন জনি কাউকো। জনি কিছু দিন আগে কলকাতায় দলের সঙ্গে যোগ দিয়েছেন। ফিটনেস নিয়ে প্রশ্ন ছিল। অনুশীলনে যোগ দেওয়ার পর চনমনে দেখিয়েছে ফিনল্যান্ডের তারকাকে।