Dimitri Petratos: ম্যাচের পর সাফাই দিলেন মোহনবাগানের ‘স্বার্থপর’ বিদেশি

প্রতিপক্ষের দুজন ফুটবলার মাঠের বাইরে। তারপরেও নাকি মাত্র একটি গোল। একের পর এক সুযোগ কার্যত উড়িয়ে দিয়েছে মোহন বাগান (Mohun Bagan) সুপার জায়ান্ট। ন’জনের বেঙ্গালুরু…

Dimitri Petratos

short-samachar

প্রতিপক্ষের দুজন ফুটবলার মাঠের বাইরে। তারপরেও নাকি মাত্র একটি গোল। একের পর এক সুযোগ কার্যত উড়িয়ে দিয়েছে মোহন বাগান (Mohun Bagan) সুপার জায়ান্ট। ন’জনের বেঙ্গালুরু এফসির বিরুদ্ধে একাধিক গোল না দেখে কিছুটা অসন্তুষ্ট মোহন বাগান সুপার জায়ান্ট সমর্থকদের একাংশ। একাধিক গোল না হওয়ার জন্য অনেকে দিমি পেত্রতসকে (Dimitri Petratos) কাঠগড়ায় তুলেছেন।

   

গত মরসুম থেকে সবুজ মেরুন শিবিরের নির্ভরযোগ্য ফুটবলার হয়ে উঠেছেন অস্ট্রেলিয়ার দিমি পেত্রতস।  গত মরসুমে স্ট্রাইকারবিহীন এটিকে মোহন বাগানের গোল করার লোকের অভাব অনেকটা ঢেকে দিয়েছিলেন তিনি। এবারেও রয়েছেন গোলের মধ্যে। পেত্রতসের যে গোল ক্ষুধা রয়েছে সেটা আলাদা করে বলার অপেক্ষা রাখে না। কিন্তু তিনি কি প্রকৃত টিম ম্যান? বুধবার বেঙ্গালুরু এফসির বিরুদ্ধে ১-০ ব্যবধানে জয়ের পর উঠেছে এই প্রশ্ন।

ম্যাচের শেষ ১০ থেকে ১৫ মিনিট একাধিকবার বেঙ্গালুরু এফসির রক্ষণভাগে হানা দিয়েছিল মোহন বাগান সুপার জায়ান্ট। অন্তত তিনটি ক্ষেত্রে পেত্রতসের ভুলে সম্ভাব্য গোল থেকে বঞ্চিত হয়েছে দল। ব্যক্তিগত মুন্সিয়ানা দেখিয়ে বারংবার শট নিয়েছিলেন তিনি। কোনোটাই এদিন প্রতিপক্ষের জাল পর্যন্ত পৌঁছাতে পারেনি। নিজে শট না নিয়ে সতীর্থকে পাস বাড়ালে আক্রমণ হয়তো আরো ধারালো হতো, মনে করছেন মোহন বাগান সমর্থকদের একাংশ।

সোশ্যাল মিডিয়ায় সরাসরি ‘স্বার্থপর’ বলা হয়েছে দিমি পেত্রতসকে। ম্যাচের পর অস্ট্রেলিয়ান তারকা জানিয়েছেন, “হয়তো ক্লান্তির জন্য। ম্যাচের ওই সময় কিছুটা ক্লান্তি আসে। সেই থেকেই হয়তো ভুলগুলো হয়েছে।”