CFL: ইস্টবেঙ্গলের বিরুদ্ধে জোড়া গোল করা স্নেহাশীষ খেলবেন পিয়ারলেসের হয়ে

কলকাতা ফুটবল লিগ (CFL) আসন্ন। বিভিন্ন ক্লাবে শুরু হয়ে গিয়েছে দল গঠন প্রক্রিয়া। উঠতি ফুটবলারদের পাশাপাশি অভিজ্ঞ ফুটবলাররা তৈরি হচ্ছেন মাঠে নামার জন্য। এবারের কলকাতা…

Calcutta Football League: IFA is sending a letter to Mohun Bagan

কলকাতা ফুটবল লিগ (CFL) আসন্ন। বিভিন্ন ক্লাবে শুরু হয়ে গিয়েছে দল গঠন প্রক্রিয়া। উঠতি ফুটবলারদের পাশাপাশি অভিজ্ঞ ফুটবলাররা তৈরি হচ্ছেন মাঠে নামার জন্য।

এবারের কলকাতা ফুটবল লিগেও খেলবেন স্নেহাশীষ দত্ত। সিএফএল খেলতে চলা সিনিয়র ফুটবলারদের মধ্যে তিনি অন্যতম। স্নেহাশীষের ট্রফি ক্যাবিনেটে রয়েছে একের পর এক ট্রফি। নিজের সেরা সময়ে ছিলেন লাইমলাইটে নিচে। সেই স্নেহাশীষ দত্ত এবার খেলতে চলেছেন পিয়ারলেসের হয়ে।

   

CFL: কাস্টমসের হয়ে খেলবেন মোহনবাগানের বিরুদ্ধে গোল করা আভাস

আসন্ন কলকাতা ফুটবল লিগের জন্য বেশ ভাল দল গঠন করছে পিয়ারলেস। গতবারের সিএফএল-এ ধারাবাহিকভাবে খেলতে পারেনি পিয়ারলেস। পুরোনো দিনের ব্যর্থতা ঝেড়ে ফেলে নতুন করে ঘুরে দাঁড়াতে চাইছে ক্লাব। তরুণ ও অভিজ্ঞ ফুটবলারদের মিশেলে গড়া হচ্ছে স্কোয়াড।

এক সময় এরিয়ান ক্লাবের হয়ে দাপিয়ে বেড়িয়েছিলেন কলকাতা ফুটবল ফুটবল লিগ। ইস্টার্ন রেল থেকে স্নেহাশীষকে এরিয়ানে নিয়ে এসেছিলেন রঘু নন্দী। এরিয়ানের হয়ে খেলে ইস্টবেঙ্গলের হয়ে করেছিলেন জোড়া গোল। এক সাক্ষাৎকারে স্নেহাশীষ জানিয়েছিলেন, সেটাই ছিল তাঁর কেরিয়ারের অন্যতম গুরুত্বপূর্ণ মুহূর্ত।

গতবারের CFL-এ ৬ গোল করা অচিন্ত্য এবার খেলবেন পুলিশের হয়ে

ক্লাব ফুটবলের পাশাপাশি বাংলার ফুটবলের হয়েও অবদান রেখেছেন স্নেহাশীষ দত্ত। ন্যাশনাল গেমসে খেলেছেন সুনামের সঙ্গে। বাংলার হয়ে জিতেছিলেন সন্তোষ ট্রফি। বয়স বাড়লেও মাঠে ভাল খেলার তাগিদ এখনো তাঁর মধ্যে রয়েছে। আসন্ন কলকাতা ফুটবল লিগেও তাঁর নাইকি চোখ রাখবেন বাংলার ফুটবল প্রেমীরা।