বাগদান সম্পন্ন! কবে বিয়ের পিড়িতে বসছেন বিশ্বকাপজয়ী স্মৃতি?

smriti mandhana wedding

বিশ্বকাপজয়ের উচ্ছ্বাসের মধ্যেই নতুন অধ্যায়ে পা রাখছেন ভারতীয় মহিলা ক্রিকেট দলের তারকা স্মৃতি মান্ধানা। ক্রিকেট মাঠের সাফল্যের পর এবার জীবনের আরও বড় ইনিংসে নামতে চলেছেন তিনি। বাগ্‌দান সেরে ফেলেছেন সঙ্গীত পরিচালক পলাশ মুচ্ছলের সঙ্গে, আর নভেম্বরেই হতে চলেছে তাঁদের বিয়ে এমনটাই ঘনিষ্ঠ সূত্রে নিশ্চিত। সম্ভবত রবিবারই এক হবে চার হাত৷

বাগ্‌দানের খবর প্রকাশ্যে

মান্ধানা নিজেই বাগ্‌দানের খবর প্রকাশ্যে এনেছেন এক বিশেষ ভিডিওর মাধ্যমে। ইনস্টাগ্রামে পোস্ট করা সেই ভিডিয়োয় দেখা যায়, জিমে ঢোকার পর একে একে সতীর্থ জেমাইমা রদ্রিগেজ, রাধা যাদব, শ্রেয়াঙ্কা পাতিল এবং অরুন্ধতি রেড্ডি বলিউডের বিখ্যাত সংলাপ, “ভাই, হয়ে তো গেছে?” বলতে বলতে এগিয়ে আসছেন মান্ধানার দিকে। শেষে হেসে স্মৃতি জানান, “ধরে নাও, হয়ে গেছে।” এরপর সতীর্থদের সঙ্গে নাচের মাঝে সগর্বে বাগ্‌দানের আংটিও দেখান তিনি।

   

শুভেচ্ছার বন্যা smriti mandhana wedding

এই খবরে শুভেচ্ছার বন্যা বইছে ক্রিকেটমহলে। শুভেচ্ছা জানিয়েছেন দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীও। নবদম্পতির উদ্দেশে ব্যক্তিগত বার্তা পাঠিয়ে তিনি তাঁদের ভবিষ্যতের সুখ ও সাফল্যের কামনা করেছেন। চিঠিতে উল্লেখ রয়েছে, আগামী ২৩ নভেম্বর বিয়ের দিন নির্ধারিত। প্রধানমন্ত্রী হাতের লেখা শুভেচ্ছাবার্তা প্রকাশ্যে আসতেই দেশজুড়ে চর্চা শুরু হলেও, বিয়েতে তিনি নিজে উপস্থিত থাকবেন কি না, সে বিষয়ে কিছু স্পষ্ট নয়।

ধারাবাহিক সাফল্য স্মৃতির

ভারতীয় ক্রিকেটে ধারাবাহিক সাফল্য, বিশ্বকাপ ট্রফির উচ্ছ্বাস, আর এবার জীবনের নতুন জয়, স্মৃতি মান্ধানার সামনে আপাতত খুশির ডাবল সেঞ্চুরি। চতুর শট, শানদার কভারের মতোই তাঁর জীবনের নতুন অধ্যায় নিয়েও উত্তেজিত ভক্তরা।

দুজনের বিয়ের আনুষ্ঠানিক ঘোষণা খুব শিগগিরই সোশ্যাল মিডিয়া থেকেই হতে পারে — এমনই জল্পনা প্রবল।

এই ধরনের গুরুত্বপূর্ণ খবর পেতে Google News-এ Kolkata24x7 ফলো করুন