বদলে গেল ICC T20 Rankings, ফাইনালে হেরেও পয়েন্টে উন্নতি

উইমেন্স টি-টোয়েন্টি এশিয়া কাপের ফাইনালে শ্রীলঙ্কার কাছে ৮ উইকেটে হেরেছে ভারতীয় দল। ফাইনাল ম্যাচ বাদে গোটা টুর্নামেন্টে দারুণ পারফর্ম করেছিলেন ভারতীয় ক্রিকেটাররা। এবার আইসিসি র…

উইমেন্স টি-টোয়েন্টি এশিয়া কাপের ফাইনালে শ্রীলঙ্কার কাছে ৮ উইকেটে হেরেছে ভারতীয় দল। ফাইনাল ম্যাচ বাদে গোটা টুর্নামেন্টে দারুণ পারফর্ম করেছিলেন ভারতীয় ক্রিকেটাররা। এবার আইসিসি র ্যাঙ্কিংয়ে (ICC T20 Rankings) ভাল পারফরম্যান্সের পুরস্কার পেলেন ভারতীয় মহিলা ক্রিকেটাররা। আইসিসি টি-টোয়েন্টি র ্যাঙ্কিংয়ে উঠে এসেছেন স্মৃতি মান্ধানা ও রেণুকা।

Mohun Bagan: ১০ মিনিটে সুহেলের হ্যাটট্রিক, মোহনবাগানের ৫ গোল

মহিলা টি-টোয়েন্টি এশিয়া কাপের ফাইনালে স্মৃতি মান্ধানা ছাড়া বাকি ব্যাটসম্যানরা ফ্লপ পারফরম্যান্স করছিলেন। ৬০ রানের দুর্দান্ত ইনিংস খেলেন মান্ধানা। তাঁর এই ইনিংসের কারণেই দল সম্মানজনক স্কোরে পৌঁছাতে পেরেছিল। নেপালের বিরুদ্ধে ম্যাচে অধিনায়ক হরমনপ্রীত কৌরকে বিশ্রাম দেওয়া হয়েছিল। এবার আইসিসি মহিলা টি-টোয়েন্টি র ্যাঙ্কিংয়ে স্মৃতি মান্ধানা চার নম্বরে পৌঁছে গিয়েছেন। তাঁর ঝুলিতে রয়েছে ৭৪৩ রেটিং পয়েন্ট।

আইসিসি টি-টোয়েন্টি ব্যাটসম্যানদের র ্যাঙ্কিংয়ে প্রথম দশে একমাত্র ভারতীয় মহিলা ক্রিকেটার স্মৃতি মান্ধানা। এছাড়া ১১ নম্বরে রয়েছেন শেফালি ভার্মা। শেফালির রেটিং পয়েন্ট ৬৩১। বেশ কিছুদিন ধরেই দারুণ পারফর্ম করছেন তিনি। ১৬ নম্বরে রয়েছেন অধিনায়ক হরমনপ্রীত কৌর। তাঁর ৬০৭ রেটিং পয়েন্ট রয়েছে।

Mohun Bagan SG: টালিগঞ্জের বিরুদ্ধে বাগানের লক্ষ্য ৩ পয়েন্ট

Advertisements

আইসিসি মহিলা টি-টোয়েন্টি র ্যাঙ্কিংয়ে উল্লেখযোগ্য উন্নতি করেছেন ভারতের রেণুকা সিং। চার ধাপ সুবিধা নিয়ে পাঁচ নম্বরে পৌঁছে গিয়েছেন তিনি। বর্তমানে তাঁর রেটিং পয়েন্ট ৭২২। তিনি মহিলা এশিয়া কাপে দুর্দান্ত পারফরম্যান্স করে ৭ উইকেট নিয়েছিলেন। শীর্ষে রয়েছেন ইংল্যান্ডের সোফি একলেটন এবং তৃতীয় স্থানে দীপ্তি শর্মা। দীপ্তির রেটিং পয়েন্ট ৭৫৫।