বিশ্বকাপের আগে স্মৃতি ঝড়ে কুপোকাত অজিরা, ইতিহাস গড়ল ভারত

ঘরের মাঠে আসন্ন ওয়ান ডে বিশ্বকাপের (ICC Womens World Cup) আগে এক চরম আত্মবিশ্বাসের বার্তা দিল স্মৃতি মান্ধানার (Smriti Mandhana) দল। তিন ম্যাচের ওয়ান ডে…

Smriti Mandhana century India record win against Australia ODI series levels before ICC Womens World Cup

ঘরের মাঠে আসন্ন ওয়ান ডে বিশ্বকাপের (ICC Womens World Cup) আগে এক চরম আত্মবিশ্বাসের বার্তা দিল স্মৃতি মান্ধানার (Smriti Mandhana) দল। তিন ম্যাচের ওয়ান ডে সিরিজের দ্বিতীয় ম্যাচে অস্ট্রেলিয়াকে (Australia) ১০২ রানে হারিয়ে সিরিজে ১-১ সমতা ফেরাল ভারত (India)। আর এই জয়ের কেন্দ্রে ছিলেন দেশের গর্ব, সহ অধিনায়ক স্মৃতি। বিধ্বংসী শতরানের ইনিংস খেলে তিনি কেবল দলের রানের পাহাড় গড়তেই সাহায্য করেননি, বরং গড়েছেন একাধিক রেকর্ড।

প্রথম ম্যাচে দুরন্ত ব্যাটিং করেও বাজে ফিল্ডিং ও বোলিংয়ের কারণে জয় হাতছাড়া হয়েছিল। কিন্তু দ্বিতীয় ম্যাচে ভারতীয় দল সব বিভাগেই ছিল সেরা। প্রথমে ব্যাট করে ৫০ ওভারে ২৯২ রান তোলে ভারত। আর সেই রান তাড়া করতে নেমে ৪০ ওভারের আগেই মাত্র ১৯০ রানে গুটিয়ে যায় শক্তিশালী অস্ট্রেলিয়া।

   

ম্যাচের হিরো নিঃসন্দেহে স্মৃতি মান্ধানা। মাত্র ৭৭ বলে পূর্ণ করেন নিজের শতরান। এটিই অস্ট্রেলিয়ার বিরুদ্ধে ভারতীয় ব্যাটারের দ্রুততম সেঞ্চুরির রেকর্ড। শেষমেশ ৯১ বলে ১১৭ রানের এক অনবদ্য ইনিংস খেলেন তিনি, যেখানে ছিল ১৪টি চার এবং ৪টি ছক্কা। এটি ছিল স্মৃতির ওয়ান ডে কেরিয়ারের ১২তম শতরান। বর্তমানে আন্তর্জাতিক মহিলা ক্রিকেটে তাঁর চেয়ে বেশি সেঞ্চুরি আছে কেবল মেগ ল্যানিং (১৫) ও সুজি বেটসের (১৩)।

এই ইনিংসের সৌজন্যেই স্মৃতি মান্ধানা ফের আইসিসি ওয়ান ডে ব্যাটার র‍্যাঙ্কিংয়ে শীর্ষস্থান দখল করেছেন। প্রথম ম্যাচেও তিনি অর্ধশতরান করেছিলেন, তবে সেই ম্যাচে জয়ের মুখ দেখতে পায়নি ভারত।

বোলিংয়েও ছাপ ফেলেন ভারতীয়রা। নতুন বলে রেনুকা সিং (Renuka Singh) দুরন্ত ছন্দে শুরু করেন। এরপর ক্রান্তি গৌড় ৩টি উইকেট তুলে নিয়ে অস্ট্রেলিয়ার মিডল অর্ডার ভেঙে দেন। দীপ্তি শর্মা ২টি, আর রেনুকা, স্নেহ রানা (Sneh Rana), অরুন্ধতী রেড্ডি (Arundhati Reddy) ও রাধা যাদব একটি করে উইকেট নেন। এলিস পেরি (Ellyse Perry) (৪৮) ও অ্যানাবেল সাদারল্যান্ড (৩৭) কিছুটা লড়াই করলেও তা জয়ের জন্য যথেষ্ট ছিল না।

Advertisements

অস্ট্রেলিয়ার বিরুদ্ধে ওয়ান ডে ক্রিকেটে এটিই ভারতের সবচেয়ে বড় জয় (রানের ব্যবধানে)। একইসঙ্গে, এটি অস্ট্রেলিয়ার ওয়ান ডে ইতিহাসে সবচেয়ে বড় হারের রেকর্ডও।

এদিন ভারতের জয়ের ফলে সিরিজ এখন ১-১। তৃতীয় ও শেষ ম্যাচটি কার্যত পরিণত হল ফাইনালে। বিশ্বকাপের আগে এমন পারফরম্যান্স ভারতীয় দলের আত্মবিশ্বাস বাড়াবে বলেই মনে করছেন বিশেষজ্ঞরা। সবথেকে বড় কথা, স্মৃতি মান্ধানার ফর্ম এখন বিশ্বক্রিকেটে বার্তা দিচ্ছে। বিশ্বকাপে চ্যাম্পিয়ন হওয়ার দৌড়ে ভারতকেও এখন গোনায় ধরতেই হবে।

Smriti Mandhana century India record win against Australia ODI series levels before ICC Womens World Cup