HomeWest BengalKolkata Cityস্লোগান পাল্টা স্লোগান চলল প্রতিবাদ, যুবভারতীর দখল ইস্ট-মোহন সমর্থকদের

স্লোগান পাল্টা স্লোগান চলল প্রতিবাদ, যুবভারতীর দখল ইস্ট-মোহন সমর্থকদের

- Advertisement -

ছন্দে ফিরছে যুবভারতী (Yuva Bharati Stadium)। সমর্থকদের উচ্ছ্বাস থেকে শুরু করে চলেছে স্লোগান পাল্টা স্লোগান। কারণ ফের মুখোমুখি ময়দানের যুযুধান দুই পক্ষ। আইএসএলের এই মরশুমের প্রথম কলকাতা ডার্বিকে (ISL Kolkata Derby) সামনে থেকে চাক্ষুস করতে মুখিয়ে রয়েছে ইস্টবেঙ্গল (East Bengal) এবং মোহনবাগান (Mohun Bagan)দুই দলের হাজার হাজার সমর্থক। এই হাইভোল্টেজ ম্যাচের কাছে ফিকে হয়ে যায় দেশ-বিদেশের নাম জাদা লিগ গুলি। সেপ্টেম্বরে ঐতিহাসিক দৃশ্যের সাক্ষী ছিল হাজার হাজার ফুটবল প্রেমী। অপেক্ষা শেষে এবার দেখবে ময়দানের লড়াই।

ডার্বিতে মশাল জ্বলবে আশাবাদী বিনো, ফলাফলের অপেক্ষায় সমর্থকরা

   

সেপ্টেম্বরের আরজি করের ঘটনার প্রেক্ষিতে নিরাপত্তার কারণে বাতিল হয়ে গিয়েছিল ডুরান্ড ডার্বি। ম্যাচ বাতিল বিরোধিতা করে ১৮ অগস্ট যুবভারতীর সামনে কাঁধে কাঁধ মিলিয়ে লড়াই করতে দেখা গিয়েছিল ইস্টমোহন সমর্থকদের। তীব্র প্রতিদ্বন্দ্বিতায় ডুবে থাকা লাল হলুদ-সবুজ মেরুনের এমন হাতে-হাত ধরে এগিয়ে চলার এই ছবিশেষ এক শতকেও দেখেনি বাংলার ফুটবল প্রেমীরা। শুধু শহর কলকাতা নয়, গোটা বাংলা এবং দেশ দেখেছিল এক ঐতিহাসিক দৃশ্য।

কেরালা ব্লাস্টার্সকে যথেষ্ট সমীহ করছেন চেরনিশভ, কী বলছেন?

এরপর ফের ছন্দে ফিরছে যুবভারতী। মরশুমের প্রথম বড় ম্যাচ। আজ খেলা শুরু সন্ধ্যা ৭৩০ মিনিটে। দুপুর শেষেই যুবভারতীর সামনে ভিড় জমাতে শুরু করে দিয়েছে দুই দলের সমর্থকরা। উত্তেজনার থার্মোমিটারে চড় চড়িয়ে চড়ছে পারদ। একে অপরকে কটাক্ষ করতে ছাড়ছে না দুই শিবিরই। একে অন্যকে দেখে নেওয়ার সেই চিরাচরিত হুঙ্কার। এর মধ্যেই দেখা গেল সেই অভিনব চিত্র, আরজির কাণ্ডের বিচারের দাবিতে একজোট হল ঘটি-বাঙাল। ফের স্লোগান উঠল, ‘ঘটি-বাঙালের এক স্বর, জাস্টিস ফর আরজি কর’।

- Advertisement -
Subhasish Ghosh
Subhasish Ghoshhttps://kolkata24x7.in/author/sports-news-desk
শুভাশীষ ঘোষ এক প্রাণবন্ত ক্রীড়া সাংবাদিক, বর্তমানে Kolkata24X7.in ক্রীড়া বিভাগের অন্যতম গুরুত্বপূর্ণ মুখ। ক্রিকেট থেকে ফুটবল, হকি থেকে ব্যাডমিন্টন প্রতিটি খেলাতেই তাঁর দখল প্রশংসনীয়। তিনি নিয়মিত ফিল্ড রিপোর্টিং করেন এবং ISL, I-League, CFL, AFC Cup, Super Cup, Durand Cup কিংবা Kolkata Marathon মতো মর্যাদাসম্পন্ন ইভেন্টে Accreditation Card প্রাপ্ত সাংবাদিক। ২০২০ সালে সাংবাদিকতার জগতে আত্মপ্রকাশ, আর তখন থেকেই বাংলার একাধিক খ্যাতিমান সাংবাদিকের সাহচর্যে তালিম গ্রহণ। সাংবাদিকতার পাশাপাশি ইতিহাস ও রাজনীতির প্রতি রয়েছে অগাধ টান, যার প্রমাণ তাঁর অফবিট যাত্রাপথ ও অনুসন্ধিৎসু মন। পেশাগত প্রয়োজনে কিংবা নিতান্ত নিজস্ব আগ্রহে ছুটে যান অজানার সন্ধানে, হোক পাহাড়ি আঁকাবাঁকা গলি কিংবা নিঃসঙ্গ ধ্বংসাবশেষে ভরা প্রাচীন নিদর্শন। ছবি তোলার নেশা ও লেখার প্রতি দায়বদ্ধতা মিলিয়ে শুভাশীষ হয়ে উঠেছেন সাংবাদিক।
এই সংক্রান্ত আরও খবর
- Advertisment -

Most Popular