স্লোগান পাল্টা স্লোগান চলল প্রতিবাদ, যুবভারতীর দখল ইস্ট-মোহন সমর্থকদের

ছন্দে ফিরছে যুবভারতী (Yuva Bharati Stadium)। সমর্থকদের উচ্ছ্বাস থেকে শুরু করে চলেছে স্লোগান পাল্টা স্লোগান। কারণ ফের মুখোমুখি ময়দানের যুযুধান দুই পক্ষ। আইএসএলের এই মরশুমের…

A large crowd of supporters of East Bengal and Mohun Bagan are gathered in front of the stadium entrance

ছন্দে ফিরছে যুবভারতী (Yuva Bharati Stadium)। সমর্থকদের উচ্ছ্বাস থেকে শুরু করে চলেছে স্লোগান পাল্টা স্লোগান। কারণ ফের মুখোমুখি ময়দানের যুযুধান দুই পক্ষ। আইএসএলের এই মরশুমের প্রথম কলকাতা ডার্বিকে (ISL Kolkata Derby) সামনে থেকে চাক্ষুস করতে মুখিয়ে রয়েছে ইস্টবেঙ্গল (East Bengal) এবং মোহনবাগান (Mohun Bagan)দুই দলের হাজার হাজার সমর্থক। এই হাইভোল্টেজ ম্যাচের কাছে ফিকে হয়ে যায় দেশ-বিদেশের নাম জাদা লিগ গুলি। সেপ্টেম্বরে ঐতিহাসিক দৃশ্যের সাক্ষী ছিল হাজার হাজার ফুটবল প্রেমী। অপেক্ষা শেষে এবার দেখবে ময়দানের লড়াই।

ডার্বিতে মশাল জ্বলবে আশাবাদী বিনো, ফলাফলের অপেক্ষায় সমর্থকরা

   

সেপ্টেম্বরের আরজি করের ঘটনার প্রেক্ষিতে নিরাপত্তার কারণে বাতিল হয়ে গিয়েছিল ডুরান্ড ডার্বি। ম্যাচ বাতিল বিরোধিতা করে ১৮ অগস্ট যুবভারতীর সামনে কাঁধে কাঁধ মিলিয়ে লড়াই করতে দেখা গিয়েছিল ইস্টমোহন সমর্থকদের। তীব্র প্রতিদ্বন্দ্বিতায় ডুবে থাকা লাল হলুদ-সবুজ মেরুনের এমন হাতে-হাত ধরে এগিয়ে চলার এই ছবিশেষ এক শতকেও দেখেনি বাংলার ফুটবল প্রেমীরা। শুধু শহর কলকাতা নয়, গোটা বাংলা এবং দেশ দেখেছিল এক ঐতিহাসিক দৃশ্য।

কেরালা ব্লাস্টার্সকে যথেষ্ট সমীহ করছেন চেরনিশভ, কী বলছেন?

এরপর ফের ছন্দে ফিরছে যুবভারতী। মরশুমের প্রথম বড় ম্যাচ। আজ খেলা শুরু সন্ধ্যা ৭৩০ মিনিটে। দুপুর শেষেই যুবভারতীর সামনে ভিড় জমাতে শুরু করে দিয়েছে দুই দলের সমর্থকরা। উত্তেজনার থার্মোমিটারে চড় চড়িয়ে চড়ছে পারদ। একে অপরকে কটাক্ষ করতে ছাড়ছে না দুই শিবিরই। একে অন্যকে দেখে নেওয়ার সেই চিরাচরিত হুঙ্কার। এর মধ্যেই দেখা গেল সেই অভিনব চিত্র, আরজির কাণ্ডের বিচারের দাবিতে একজোট হল ঘটি-বাঙাল। ফের স্লোগান উঠল, ‘ঘটি-বাঙালের এক স্বর, জাস্টিস ফর আরজি কর’।