Sisir Ghosh: ডুরান্ডে মোহনবাগানের খেলায় হতাশ শিশির

Sisir Ghosh

ডুরান্ডের তিনটি ম্যাচ খেলে ফেলল মোহনবাগান। এখন পর্যন্ত নিজেদের প্রত্যাশিত ছন্দ মেলে ধরতে পারছে না জুয়ান ফেরান্দোর দল। মোহনবাগান সমর্থকরা প্রিয় দলের খেলা দেখে রীতিমতো হতাশ। যদিও ডার্বি জেতার সময় তারা উচ্ছ্বাস প্রকাশ করেছে। মোহনবাগানে খেলা নিয়ে হতাশা প্রকাশ করলেন প্রাক্তন ফুটবলার শিশির ঘোষ (Shishir Ghosh)। মোহনবাগানের খেলা কেমন দেখছেন?

Advertisements

এই প্রসঙ্গে জিজ্ঞাসা করা হলে শিশির বলেন, ‘মোহনবাগানের খেলা আমার ভালো লাগছে না । ওরা খুব নিম্নমানের ফুটবল খেলছে।এই খেলা দেখে মন ভরছে না।’

দলের কোথায় সমস্যা হচ্ছে? এই প্রসঙ্গে জিজ্ঞাসা করা হলে শিশির বলেন, ‘পুরো দলটাতেই সমস্যা রয়েছে। ওদের দলে কোন স্ট্রাইকার নেই । না রয়েছে কোনও ভালো ডিফেন্সের ফুটবলার ।স্ট্রাইকার সমস্যায় ভুগছে মোহনবাগান ।সেই সঙ্গে ডিফেন্সও ভালো নয়। দলটা ছন্দেহ নেই । দলটা সেট হতে আরো সময় লাগবে।’

Advertisements

পোগবাকে কেমন লাগছে এই কথা বলতেই রীতিমতো হতাশা প্রকাশ করলেন শিশির।তিনি ঠাট্টা করে বলেন, ‘ওঁ দেখতে সুন্দর। চেহারা ভালো।লম্বা ও আছে, কিন্তু পায়ে ফুটবল নেই। আমরা পল পোগবাকে চিনি। আর অন্য কাউকে চিনি না।’

(সাক্ষাৎকারটি বুধবার নেভির সঙ্গে খেলার আগে নেওয়া হয়েছিল)