
মহম্মদ শামির পর এবার এসআইআর (SIR 2026) চলাকালীন নজরে আর এক পরিচিত ক্রিকেট মুখ প্রাক্তন ভারতীয় দলের ক্রিকেটার ও বাংলার প্রাক্তন অধিনায়ক লক্ষ্মীরতন শুক্লা। সূত্রের খবর, ২০০২ সালের ভোটার তালিকায় লক্ষ্মীরতনের নাম না থাকায় তাঁকে এসআইআর শুনানিতে তলব করা হয়েছে। একই সঙ্গে ওই তালিকায় পাওয়া যায়নি তাঁর বাবা উমেশ শুক্লার নামও।
বিশ্বকাপের আগে ফের ধাক্কা ভারতের, ছিটকে গেলেন ম্যাচ উইনার তারকা
লক্ষ্মীরতন শুক্লা বর্তমানে বাংলা দলের হেড কোচ। ভোটার সংক্রান্ত নথি যাচাইয়ের সময়ই এই অসঙ্গতি সামনে আসে। সূত্র অনুযায়ী, তিনি উত্তর হাওড়ার হিন্দি হাই স্কুল এলাকার ভোটার হিসেবে নথিভুক্ত হলেও ২০০২ সালের ভোটার তালিকায় তাঁর নামের উল্লেখ নেই। এই কারণেই এসআইআর কর্তৃপক্ষ শুনানিতে হাজিরা দেওয়ার নির্দেশ দিয়েছে।
মঙ্গলবার অথবা বুধবার লক্ষ্মীরতন শুক্লাকে এসআইআর শুনানিতে উপস্থিত থাকতে বলা হয়েছে। বিষয়টি নিয়ে ইতিমধ্যেই প্রতিক্রিয়া দিয়েছেন বাংলা দলের বর্তমান কোচ। তিনি জানিয়েছেন, নির্দিষ্ট দিনে তিনি শুনানিতে হাজিরা দেবেন এবং প্রয়োজনীয় নথি জমা দেবেন।
উল্লেখযোগ্যভাবে, লক্ষ্মীরতন শুক্লা ভারতীয় দলের হয়ে আন্তর্জাতিক ক্রিকেট খেলেছেন এবং এক সময় পশ্চিমবঙ্গ সরকারের ক্রীড়া প্রতিমন্ত্রীর দায়িত্বও পালন করেছেন। ক্রিকেট মাঠ থেকে প্রশাসনিক দায়িত্ব, দুই ক্ষেত্রেই পরিচিত এই নামের সঙ্গে ভোটার তালিকা সংক্রান্ত জটিলতা নতুন করে আলোচনার জন্ম দিয়েছে।
এর আগে একই ধরনের কারণে ভারতীয় পেসার মহম্মদ শামিকেও এসআইআর শুনানিতে ডাকা হয়েছিল। পরপর দুই ক্রিকেট তারকাকে তলব করা ঘিরে স্বাভাবিকভাবেই প্রশ্ন উঠছে ভোটার তালিকা সংশোধন প্রক্রিয়ার কড়াকড়ি ও তার প্রভাব নিয়ে।










