Bengaluru FC: চাকরি হারাতে চলেছেন সুনীলদের কোচ!

সম্প্রতি সময়ে সবথেকে খারাপ পারফরম্যান্স বেঙ্গালুরু এফসির (Bengaluru FC)। ভারতীয় ফুটবলের প্রাক্তন চ্যাম্পিয়নরা ০-৪ গোলে হারল মুম্বই সিটি এফসির বিরুদ্ধে। এরপরেই বেঙ্গালুরু এফসি কোচ অপসারণের…

simon grayson Bengaluru FC, head coach

short-samachar

সম্প্রতি সময়ে সবথেকে খারাপ পারফরম্যান্স বেঙ্গালুরু এফসির (Bengaluru FC)। ভারতীয় ফুটবলের প্রাক্তন চ্যাম্পিয়নরা ০-৪ গোলে হারল মুম্বই সিটি এফসির বিরুদ্ধে। এরপরেই বেঙ্গালুরু এফসি কোচ অপসারণের দাবি উঠতে শুরু করেছে জোরাল ভাবে।

   

শুক্রবার ইন্ডিয়ান সুপার লীগের ম্যাচে মুম্বই সিটি এফসির বিরুদ্ধে মাঠে নেমেছিল বেঙ্গালুরু এফসি। ম্যাচের শুরু থেকে আধিপত্য রেখে খেলেছে মুম্বই সিটি, ম্যাচ জিতেছে ৪-০ ব্যবধানে। চলতি নরসুমে খুব একটা সুবিধাজনক জায়গায় নেই বেঙ্গালুরু এফসি। নয় ম্যাচ পর আইএসএল ক্রম তালিকার নবম স্থানে রয়েছে দল। এখনও পর্যন্ত একটি মাত্র ম্যাচ থেকে এসেছে পুরো পয়েন্ট।

আরও পড়ুন: Letter Against Referee: রেফারি ক্রিস্টাল জনের বিরুদ্ধে মোহনবাগানের চিঠি!   

ম্যাচের এই ফলাফলের পর নিজের মতামত প্রকাশ করেছেন বেঙ্গালুরু এফসির কর্ণধার পার্থ জিন্দল। সামাজিক যোগাযোগ মাধ্যমে তিনি বলেছেন, ‘এটা বেঙ্গালুরু এফসি নয়। বদল খুব তাড়াতাড়ি আসতে চলেছে। আমরা আগে যেখানে ছিলাম আবার সেখানে ফিরে যেতে হবে। আমি খুবই দুঃখিত, বিচলিত করার মতো বিষয়, ভাবনার বাইরে। এই স্কোয়াড নিয়ে এই খেলা, এটা বেঙ্গালুরু এফসি নয়।’

ম্যাচের পর অনেকে বলতে শুরু করেছেন সুনীল ছেত্রীদের প্রধান কোচের পদ থেকে চাকরি হারাতে চলেছেন সিমন গ্রেসন। আগামী কয়েক দিনের মধ্যে দলের প্রধান কোচকে নিয়ে বেঙ্গালুরু এফসি ম্যানেজমেন্ট সিদ্ধান্ত নিতে পারে বলে মনে করা করছেন অনেকে।