Monday, December 8, 2025
HomeWest BengalNorth BengalSiliguri: অল বেঙ্গল ডে-নাইট মহিলা টি-২০ ক্রিকেট টুর্নামেন্ট শুরু

Siliguri: অল বেঙ্গল ডে-নাইট মহিলা টি-২০ ক্রিকেট টুর্নামেন্ট শুরু

- Advertisement -

শিলিগুড়ি (Siliguri) দাদাভাই স্পোর্টিং ক্লাবের উদ্যোগে অল বেঙ্গল ডে-নাইট মহিলা টি২০ ক্রিকেট টুর্নামেন্টের শুভ সূচনা করলেন মেয়র গৌতম দেব। আজ সোমবার সন্ধ্যায় এই টুর্নামেন্টের উদ্বোধন করে মেয়র নিজেই ব্যাট হাতে নেমে পড়লেন।

মেয়র জানালেন তার অন্যতম প্রিয় খেলা হল ক্রিকেট। আজকে এই টুর্নামেন্টের সূচনা করে মেয়র জানালেন সারা বাংলা থেকে ক্রিকেটারেরা আসছে খেলতে। আর রিচা ঘোষের জন্য অনেকেই এখন মহিলাদের ক্রিকেট দেখতে মাঠে আসেন। এখন মহিলারাও পুরুষ ক্রিকেটারদের সমান অর্থ পাচ্ছেন এটা একটা ভালো দিক। আজকে আমি বেশ কিছুক্ষন খেলা দেখব বলে জানালেন মেয়র।

   

এদিন মেয়রের সাথে এই প্রতিযোগিতার উদ্বোধনে উপস্থিত ছিলেন শিলিগুড়ি পুরনিগমের এম এম আই সি এবং কাউন্সিলারেরা। এই প্রতিযোগীতা চলবে সাতদিন ধরে, রাউন্ড রবিন লীগ শেষে সেরা চারটি দলই সেমিফাইনাল খেলবে বলে জানালেন মেয়র।

- Advertisement -
এই সংক্রান্ত আরও খবর
- Advertisment -

Most Popular