ভারতের (India) বিরুদ্ধে লড়াকু ইনিংস খেলেও বিতর্ক এড়াতে পারলেন না পাকিস্তানি (Pakistan) ব্যাটার সিদরা আমিন (Sidra Amin)। রবিবার কলম্বোর মাটিতে মহিলাদের ওয়ানডে বিশ্বকাপে (ICC Womens World Cup ) ভারতের বিরুদ্ধে ম্যাচ চলাকালীন এক মুহূর্তের আবেগেই শৃঙ্খলা ভঙ্গ করেন তিনি। আর তার জেরেই আইসিসির শাস্তির মুখে পড়তে হল তাঁকে (Cricket News)।
ভারতের দেওয়া ২৪৮ রানের লক্ষ্যে যখন পাকিস্তান ব্যাটিং বিপর্যয়ের মুখে, তখন একমাত্র লড়াইয়ে টিকে ছিলেন সিদরা। দৃঢ় মনোবল আর সাহসিকতার পরিচয় দিয়ে একের পর এক বল সামলে তিনি ১০৬ বলে ৮১ রানের দুর্দান্ত ইনিংস খেলেন। কিন্তু ৪০তম ওভারে ভারতের স্পিনার স্নেহ রানার বলে আউট হয়ে যান তিনি। তখন ম্যাচ প্রায় পাকিস্তানের হাত থেকে বেরিয়ে গিয়েছে।
আউট হওয়ার পর আবেগের বশে ব্যাট সজোরে মাটিতে আছড়ে মারেন সিদরা। ঠিক এই আচরণই তাঁর বিরুদ্ধে অভিযোগের পথ খুলে দেয়। মাঠের দুই আম্পায়ার লরেন অ্যাজেনবাগ এবং নিমালি পেরেরা, তৃতীয় আম্পায়ার কেরিন ক্লাসে এবং চতুর্থ আম্পায়ার কিম কটন অভিযোগ তোলেন তাঁর বিরুদ্ধে। পরে আইসিসির ম্যাচ রেফারি শান্দ্রে ফ্রিৎস বিষয়টি খতিয়ে দেখে জানান, সিদরা আইসিসির আচরণবিধির ২.২ ধারা লঙ্ঘন করেছেন, যা ‘আন্তর্জাতিক ম্যাচ চলাকালীন ক্রিকেট সরঞ্জাম বা মাঠের কোনো জিনিসপত্রের প্রতি অসম্মানজনক আচরণ’র আওতায় পড়ে।
আইসিসির এক বিবৃতিতে জানানো হয়েছে, “৪০তম ওভারে আউট হওয়ার পর সিদরা আমিন ব্যাট মাটিতে আছড়ে মারেন। এটি ক্রিকেট সরঞ্জামের প্রতি অসম্মানসূচক আচরণ। তাই তাঁকে আনুষ্ঠানিকভাবে তিরস্কার করা হয়েছে এবং এক ডিমেরিট পয়েন্ট দেওয়া হয়েছে।”
তবে বড় কোনো শাস্তি হয়নি তাঁর। আইসিসি জানিয়েছে, গত ২৪ মাসে এটি সিদরার প্রথম অপরাধ হওয়ায় এটিকে লেভেল ১ শাস্তি হিসেবে গণ্য করা হয়েছে। এই পর্যায়ের শাস্তির সর্বোচ্চ পরিণতি হতে পারে ম্যাচ ফি’র ৫০ শতাংশ জরিমানা ও দুই ডিমেরিট পয়েন্ট। তবে সিদরা অপরাধ স্বীকার করে নেওয়ায় এবং বিষয়টি নিয়ে কোনো আপত্তি না করায়, তাঁকে সতর্ক করেই ছেড়ে দেওয়া হয়েছে।
এই ঘটনায় যেমন পাকিস্তান দলের মধ্যে হতাশা রয়েছে, তেমনই প্রশ্ন উঠেছে আবেগ নিয়ন্ত্রণে রাখতে না পারা নিয়ে। সিদরার মতো অভিজ্ঞ ক্রিকেটারের কাছ থেকে এমন আচরণ প্রত্যাশিত ছিল না বলেই মনে করছেন অনেকে।
এদিকে, পাকিস্তান দলের পরবর্তী ম্যাচ ৮ অক্টোবর, শক্তিশালী অস্ট্রেলিয়ার বিরুদ্ধে। তার আগে দলের মনোবল কিছুটা হলেও ধাক্কা খেয়েছে বলে মনে করছেন ক্রিকেট বিশেষজ্ঞরা।
Pakistan batter Sidra Amin has been reprimanded and handed one demerit point for breaching Level 1 of the ICC Code of Conduct during the clash against India.#INDWvPAKW pic.twitter.com/QynSU4kNrG
— Cricbuzz (@cricbuzz) October 6, 2025
Sidra Amin reprimanded ICC code breach after emotional outburst against India in ICC Womens World Cup