গত ম্যাচে ম্যাঞ্চেস্টারে ইংল্যান্ডের (England) বিরুদ্ধে রবীন্দ্র জাদেজা ও ওয়াশিংটন সুন্দরের দুর্দান্ত সেঞ্চুরিতে ভারত (Indian Cricket Team) ম্যাচ বাঁচালেও, সিরিজে এখনো ১-২ ব্যবধানে পিছিয়ে রয়েছে গিলের দল (Shubman Gill)। পঞ্চম টেস্টে (Oval Test) জয় ছাড়া অন্য কোনও পথ নেই সিরিজ ড্র করতে হলে। তাই ওভালে সিরিজের নির্ধারণী পঞ্চম টেস্টের আগে ভারতীয় দলে গুরুত্বপূর্ণ পরিবর্তনের ইঙ্গিত দিলেন খোদ অধিনায়ক শুভমন গিল।
ম্যাচের আগের দিন সাংবাদিক সম্মেলনে এসে তিনি স্পষ্ট জানান, ওভালের পিচ স্পিনারদের তেমন সহায়তা দেবে না বলে মনে হচ্ছে। আর সেই কারণেই ওভালের সবুজ উইকেট দেখে দলের কৌশলে বদলের ইঙ্গিত দিলেন গিল। তাই হয়ত সিরিজের শেষ ম্যাচের প্রথম একাদশে দেখা যাবে না কুলদীপ যাদবকে । বরং লাল বলে ভারতের হয়ে এখনও না খেলা বাঁহাতি পেসার অর্শদীপ সিংয়ের অভিষেক হতে পারে।
অধিনায়ক শুভমন গিল বলেন, “অর্শদীপকে তৈরি থাকতে বলা হয়েছে। তবে উইকেটের চূড়ান্ত পরিস্থিতি দেখে তবেই প্রথম একাদশ চূড়ান্ত করা হবে।” এখনো পর্যন্ত দেশের হয়ে ৬৩টি টি-টোয়েন্টি ও ৯টি ওয়ানডে খেলেছেন অর্শদীপ। ২০২২ টি-টোয়েন্টি বিশ্বকাপে তাঁর পারফরম্যান্স ছিল নজরকাড়া। কিন্তু এখনও টেস্ট অভিষেক হয়নি। এবার সেই সুযোগ হয়তো ওভালেই এসে যাচ্ছে।
অন্যদিকে, দলের সেরা পেসার জশপ্রীত বুমরাহকে নিয়ে গিল রাখলেন রহস্য জিইয়ে। তাঁর মন্তব্য, “উইকেট বেশ সবুজ রয়েছে। বুমরাহকে খেলানো হবে কিনা, সেটা নিয়ে আমরা আগামিকাল সকালে সিদ্ধান্ত নেব।” ফলে এখনো নিশ্চিত নয় বুমরাহের মাঠে নামা।
কুলদীপ যাদবকে বাদ দেওয়া নিয়ে গিল বলেন, “ইংল্যান্ডও কিন্তু পূর্ণাঙ্গ স্পিনার খেলাচ্ছে না। ওদের স্পিন দায়িত্ব সামলাচ্ছে জো রুট ও জ্যাকব বেথেল। আমাদেরও জাদেজা ও ওয়াশিংটন সুন্দর রয়েছে, যারা দু’জনেই ব্যাটে-বলে দারুণ পারফর্ম করছে। ফলে অতিরিক্ত স্পিনার খেলানোর দরকার হচ্ছে না।”
বিশেষ করে ওয়াশিংটনের প্রশংসায় পঞ্চমুখ ভারত অধিনায়ক। তাঁর মতে, “ওর মতো অলরাউন্ডার থাকা মানে দলের ভারসাম্য অনেকটাই মজবুত হয়। ব্যাটে ও বলে দুই জায়গাতেই দলের ভরসা হয়ে উঠেছে ওয়াশিংটন।” এই সিরিজে প্রতিটি টেস্ট ম্যাচই পৌঁছেছে পঞ্চম দিনে। ইংল্যান্ড যেমন নিজেদের মাটিতে আগ্রাসী ক্রিকেট খেলেছে, তেমন ভারতীয় দলও বেশ কয়েকবার লড়াইয়ে ফিরে এসেছে। এবার ওভালে জয় ছিনিয়ে নিতে মরিয়া গিলবাহিনী।
শেষ টেস্টের আগে কুলদীপকে না খেলিয়ে বাড়তি পেসার খেলানোর এই সিদ্ধান্ত কতটা কার্যকর হয়, সেটাই এখন দেখার। ভারতের আশা, অর্শদীপের অভিষেক যদি হয়, তবে তিনি দলের পেস আক্রমণে নতুন গতি আনতে পারবেন।
Shubman Gill said on Indian Cricket Team prediction Playing XI against England on Oval Test