অস্ট্রেলিয়া সফরে (Australia Tour) ভারতের একদিনের দলের নতুন অধিনায়ক হিসেবে শুভমন গিলকে (Shubman Gill) নির্বাচন করেছে বোর্ড। এই নিয়ে ভারতীয় ক্রিকেটমহলে (Indian Cricket Team) শুরু হয়েছে নতুন করে চর্চা। সদ্য দুটি সাদা বলের আন্তর্জাতিক ট্রফি, ২০২৪ সালের টি-২০ বিশ্বকাপ এবং ২০২৫ সালের চ্যাম্পিয়ন্স ট্রফি জেতানো রোহিত শর্মাকে (Rohit Sharma) বাদ দিয়ে তরুণ গিলকে এই দায়িত্ব দেওয়া নিয়ে প্রশ্ন তুলেছেন প্রাক্তন অফস্পিনার হরভজন সিং (Harbajan Singh)।
রোহিতকে না রেখে শুভমন কেন?
জিও হটস্টারের ‘ক্রিকেট লাইভ’ শোতে হরভজন সাফ জানান, রোহিতের রেকর্ড এবং সাম্প্রতিক সাফল্যকে উপেক্ষা করা আশ্চর্যজনক। তিনি বলেন, “এক দিনের ক্রিকেটে রোহিতের মতো রেকর্ড ক’জনের আছে? ওকে দলে রাখা সত্ত্বেও অধিনায়ক না করাটা বিস্ময়কর। আমি ভেবেছিলাম, যদি ওকে অস্ট্রেলিয়ায় নেওয়া হয়, তবে অধিনায়ক হিসেবেই নেওয়া হবে।”
প্রসঙ্গত, রোহিত শর্মা ৫৬টি একদিনের ম্যাচে নেতৃত্ব দিয়ে জিতেছেন ৪২টি, হেরেছেন মাত্র ১২টিতে। ৭৬ শতাংশ জয়ের হারে তিনি ভারতের অন্যতম সফল অধিনায়ক। তাঁর অধীনে ভারত (Indian Cricket Team) ২০২৩ বিশ্বকাপে ১০টি ম্যাচে অপরাজিত থাকার পর ফাইনালে অস্ট্রেলিয়ার কাছে হেরে যায়, তবে এরপরেই পরপর দুটি ট্রফি জিতে রোহিত ফের প্রমাণ করেন নিজের নেতৃত্বগুণ।
গিলের সামনে বড় চ্যালেঞ্জ
তবে হরভজন শুভমন গিলের সুযোগ পাওয়াকে অভিনন্দন জানাতে ভোলেননি। তিনি বলেন, “গিল টেস্টে ইতিমধ্যেই দারুণ নেতৃত্ব দিচ্ছে। ইংল্যান্ডের বিরুদ্ধে বিদেশের মাটিতে ড্র করা সিরিজ এবং ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে বিশাল জয়ের পর ওর মধ্যে নেতৃত্বগুণ দেখা যাচ্ছে। তবে এক দিনের ফরম্যাটে অধিনায়কতা ওর প্রথম। এটা একটা বড় পরীক্ষা হবে।”
রোহিতের অবদানকে স্বীকৃতি দিয়ে হরভজন বলেন, “ও ভারতীয় ক্রিকেটের অন্যতম স্তম্ভ। এমন একজন অভিজ্ঞ ক্রিকেটারকে পুরোপুরি নেতৃত্ব থেকে সরিয়ে দেওয়া ঠিক হয়নি। যদি ছয়-আট মাস বা এক বছর পর গিলকে দায়িত্ব দেওয়া হত, তাহলেও সময় থাকত।”
তবে হরভজন আশাবাদী যে রোহিতের অভিজ্ঞতা দল কাজে লাগাবে। তিনি যোগ করেন, “শুভমনের উচিত রোহিতের সঙ্গে পরামর্শ করে চলা। ওর সঙ্গে মিলে সিদ্ধান্ত নিলে দল আরও শক্তিশালী হবে। শুভমন বুদ্ধিমান, ওর এটা বোঝা উচিত।”
শ্রেয়াস আইয়ারকে সহ-অধিনায়ক করার সিদ্ধান্তকে স্বাগত জানিয়েছেন হরভজন ( Indian Cricket Team)। তাঁর মতে, “শ্রেয়াস এক জন ‘ইমপ্যাক্ট প্লেয়ার’। ওর ব্যাটিংয়ে গতি থাকে, টিম ড্রেসিংরুমে স্বস্তি আসে। ওর মতো একজনকে এই দায়িত্ব দেওয়া ভালো সিদ্ধান্ত।” শ্রেয়াস গত কয়েক বছরে আইপিএল থেকে শুরু করে মুম্বই ও পঞ্জাব কিংসের অধিনায়ক হিসেবে সাফল্য পেয়েছেন। সাম্প্রতিক চ্যাম্পিয়ন্স ট্রফিতে ভারতের শীর্ষ রান সংগ্রাহকও ছিলেন তিনি।
অক্টোবর ১৯ থেকে শুরু হতে চলেছে তিন ম্যাচের একদিনের সিরিজ। এরপর অক্টোবর ২৯ থেকে শুরু হবে পাঁচ ম্যাচের টি-২০ সিরিজ। নতুন অধিনায়ক গিল এবং সহ-অধিনায়ক শ্রেয়াস আইয়ারের নেতৃত্বে অস্ট্রেলিয়া সফরে ভারতীয় দলের পারফরম্যান্স দেখার অপেক্ষায় গোটা দেশ। তবে রোহিত শর্মার মতো অভিজ্ঞ অধিনায়ককে এই সময় নেতৃত্বে না রাখা কতটা সঠিক সিদ্ধান্ত, তা সময়ই বলবে।
Shubman Gill named as Indian Cricket Team captain Harbajan Singh questions Rohit Sharma ouster