ভারতীয় ক্রিকেটের (Indian Cricket Team) নতুন অধ্যায়ের সূচনার সময় এসে গিয়েছে। রোহিত শর্মার (Rohit Sharma) টেস্ট থেকে অবসর নেওয়ার পর কে হবেন ভারতের পরবর্তী টেস্ট অধিনায়ক? এই নিয়ে জোর আলোচনা শুরু হয়েছে ক্রিকেট মহলে। এই আলোচনার কেন্দ্রে এখন দুই নাম—জসপ্রীত বুমরাহ এবং শুভমন গিল। কিন্তু সাম্প্রতিক পরিস্থিতি ইঙ্গিত দিচ্ছে কোচ গৌতম গম্ভীরের (Gautam Gambhir) পছন্দের তালিকায় বুমরাহ নয়, শীর্ষে রয়েছেন শুভমন (Shubman Gill)।
ইডেনে অনিশ্চিত ২০২৫ ফাইনাল! ক্রিকেটপ্রেমীদের বিক্ষোভ, তারপর যা ঘটল
গৌতম গম্ভীর বর্তমানে ভারতীয় দলের কোচ হিসেবে দায়িত্ব সামলাচ্ছেন। আগামী ইংল্যান্ড সফরের আগে তিনি একটি স্থায়ী ও দীর্ঘমেয়াদি অধিনায়ক খুঁজছেন। তার মতে, টেস্ট দলের নেতৃত্বের জন্য এমন একজনকে নির্বাচন করা উচিত, যিনি ভবিষ্যতের জন্য দলকে তৈরি করতে পারেন এবং নিজেও দীর্ঘ সময় টেস্ট খেলতে পারবেন। এই কারণেই ৩১ বছরের বুমরাহকে পিছনে ফেলে ২৪ বছর বয়সী শুভমন গিলকে এগিয়ে রাখছেন গম্ভীর।
দিল্লিতে গম্ভীরের নিজ বাড়িতে শুভমনের সঙ্গে প্রায় পাঁচ ঘণ্টা ধরে একটি গুরুত্বপূর্ণ বৈঠক হয়েছে। সেই বৈঠকে টেস্ট দলের ভবিষ্যৎ কৌশল, নেতৃত্বের ধরন এবং দল পরিচালনার নানা দিক নিয়ে আলোচনা হয়েছে বলে সূত্রের দাবি। এই বৈঠক থেকেই স্পষ্ট, শুভমনকে অধিনায়ক হিসেবে গম্ভীর কতটা গুরুত্ব দিচ্ছেন।
শিশিরের চার গোলে ইয়ং চ্যাম্পসের বিরুদ্ধে ঝড় তুলল মশাল ব্রিগেড
যদিও জসপ্রীত বুমরাহ টেস্ট ক্রিকেটে ভারতের অন্যতম সফল ও মেধাবী পেসার। রোহিত শর্মার অনুপস্থিতিতে ইতিমধ্যেই তিনি কয়েকটি টেস্টে নেতৃত্ব দিয়েছেন, তবে গম্ভীরের মূল আপত্তি বুমরাহের চোটপ্রবণতা নিয়ে। কোচ হিসেবে তিনি এমন কাউকে নেতৃত্বে দেখতে চান যিনি নিয়মিত টেস্ট খেলতে পারবেন এবং দলের সাথে লম্বা সময় ধরে থাকতে পারবেন। ইতিমধ্যেই জাতীয় নির্বাচক অজিত আগরকরকে গম্ভীর নিজের মতামত জানিয়েছেন, এবং বোর্ডের একাংশও এতে আপত্তি করেননি বলে খবর।
শুধু গুজরাট টাইটান্সের অধিনায়ক হিসেবেই নয়, পঞ্জাবের রঞ্জি দলেও অধিনায়কত্ব করেছেন শুভমন গিল। গত এক বছরে তাঁর নেতৃত্ব দেওয়ার দক্ষতা, পরিণত মানসিকতা ও ব্যাট হাতে ধারাবাহিকতা অনেককে মুগ্ধ করেছে। বিশেষজ্ঞ মহলের একাংশ বলছেন, ভবিষ্যতের জন্য শুভমনকে অধিনায়ক বানানো হলে তা ভারতের ক্রিকেটের দীর্ঘমেয়াদি লাভের কারণ হতে পারে।
গতবছরের ভাগ্য ঝুলছে আদালতে, কলকাতা লিগের নয়া নিয়মে সিলমোহর দিল IFA
তবে গম্ভীরের এই সিদ্ধান্ত নিয়ে ইতিমধ্যেই বিতর্কও শুরু হয়েছে। প্রাক্তন ক্রিকেটার সঞ্জয় মঞ্জরেকর সমাজমাধ্যমে লিখেছেন, “বুমরাহকে বাদ দিয়ে অন্য কাউকে টেস্ট অধিনায়ক হিসেবে ভাবা হচ্ছে জেনে বিস্মিত। যদি চোটের কারণেই উদ্বেগ, তবে সহ-অধিনায়ক নির্বাচন আরও গুরুত্বপূর্ণ হয়ে উঠবে।” অনেকেই মনে করছেন, বুমরাহের অভিজ্ঞতা এবং ম্যাচ জেতানোর ক্ষমতা উপেক্ষা করা উচিত নয়।
বিসিসিআই এখনও পর্যন্ত আনুষ্ঠানিকভাবে কিছু ঘোষণা করেনি। তবে বোর্ডের একাংশের মতে, ঋষভ পন্থের নামও বিবেচনায় আছে। তাঁর নেতৃত্বগুণ এবং আক্রমণাত্মক ব্যাটিং স্টাইল তাঁকে একটি গুরুত্বপূর্ণ বিকল্প করে তুলেছে। কোহলি-রোহিত যুগের পরে ভারতের টেস্ট দলে নেতৃত্ব দেওয়ার জন্য পন্থ এবং বুমরাহ দু’জনই শক্তিশালী দাবিদার, এমনটাই মনে করছেন সংশ্লিষ্ট কর্তারা।
বিরাট-রোহিতের অবসরে ইংল্যান্ড সফরে প্রত্যাবর্তন দুই তারকা প্রাক্তনীর!
মে মাসের শেষে ইংল্যান্ড সফরের জন্য পাঁচ টেস্টের স্কোয়াড ঘোষণা করা হতে পারে। তার আগেই অধিনায়ক নির্বাচনের বিষয়টি চূড়ান্ত করতে চাইছেন গম্ভীর। প্রয়োজনে বোর্ডের ঊর্ধ্বতন কর্তাদের সঙ্গেও তিনি আলোচনা করতে পারেন। বোর্ডের অভ্যন্তরে যাঁরা শুভমনকে অধিনায়ক করতে অনিচুক, তাঁদের সঙ্গেও আলোচনার সম্ভাবনা রয়েছে।
শেষ পর্যন্ত শুভমন গিল টেস্ট অধিনায়ক হবেন কি না, তা এখন সময় বলবে। তবে এতটুকু পরিষ্কার যে ভারতীয় ক্রিকেট একটি নতুন দিগন্তের মুখোমুখি, যেখানে নেতৃত্বে আসতে পারেন এক নতুন, তরুণ মুখ—শুভমন গিল। ক্রিকেটপ্রেমীরা অধীর আগ্রহে অপেক্ষা করছেন বিসিসিআইয়ের চূড়ান্ত ঘোষণার জন্য।