প্রোটিয়াদের বিরুদ্ধে ফের ২২ গজে এই তারকা ক্রিকেটার! সামনে এল আপডেট

shubman-gill-injury-update-ahead-t20-series-agianst-south-africa

ইডেনে মাত্র তিন বলের ইনিংসের পর চোটে সবুজমাঠ থেকে দূরে সরে গিয়েছিলেন ভারত অধিনায়ক শুভমন গিল (Shubman Gill)। প্রোটিয়াদের বিরুদ্ধে প্রথম টেস্টেও ছিলেন না তিনি। চোটের পর দীর্ঘ বিরতি কাটিয়ে অবশেষে সামনে এলো আশার খবর, বেঙ্গালুরুর সেন্টার অফ এক্সেলেন্সে সোমবার থেকেই রিহ্যাব শুরু করতে চলেছেন তিনি। ইতিমধ্যেই শ্রেয়স আইয়ার রিহ্যাব শুরু করায়, দুই তরুণ তারকার ফেরার সম্ভাবনা ঘিরে সমর্থকদের উৎসাহ আরও বেড়েছে।

বোর্ড সূত্রে জানা গিয়েছে, দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে ৯ ডিসেম্বর শুরু হতে চলা পাঁচ ম্যাচের টি-টোয়েন্টি সিরিজের আগে গিলকে ম্যাচ ফিট করে তুলতে সর্বোচ্চ চেষ্টা করছে বিসিসিআইয়ের মেডিক্যাল ইউনিট। তাঁর ঘাড়ের চোট নিয়ে প্রথমে উদ্বেগ থাকলেও, সাম্প্রতিক সময়ের ধারাবাহিক বিমানযাত্রা। কলকাতা থেকে গুয়াহাটি, গুয়াহাটি থেকে মুম্বই, মুম্বই থেকে চণ্ডীগড় এবং সেখান থেকে বেঙ্গালুরু—এর পরেও কোনও সমস্যা দেখা না দেওয়ায় আশ্বস্ত বোর্ড।

   

এক বোর্ড কর্তার কথায়, “এতবার বিমানযাত্রা করার পরও গিলের ঘাড়ে কোনও সমস্যা হয়নি। তাই আমরা ওকে ফেরানোর জন্য প্রয়োজনীয় সব পদক্ষেপ নিচ্ছি। তবে কোনওরকম তাড়াহুড়ো করা হবে না। সম্পূর্ণ ম্যাচ ফিট হলে তবেই দলে ফিরবে গিল।”

চিকিৎসার ক্ষেত্রে তৎপর ভূমিকা নিয়েছেন মেরুদণ্ড বিশেষজ্ঞ অভয় নেনে এবং বিসিসিআইয়ের মেডিক্যাল দল। তাঁদের তৈরি বিশেষ রুটিন নিয়ম মেনে অনুসরণ করছেন গিল। মুম্বইতে তিনি ইতিমধ্যেই একাধিক ফিজিওথেরাপি সেশনে অংশ নিয়েছেন। পরবর্তী ধাপ হিসেবে সেন্টার অফ এক্সেলেন্সে শুরু হচ্ছে পূর্ণাঙ্গ রিহ্যাব প্রোগ্রাম।

এখন সবচেয়ে বড় প্রশ্ন—টি-টোয়েন্টি সিরিজে দেখা যাবে কি শুভমনকে? সমর্থকদের হৃদয়ে আশা জাগলেও, সিদ্ধান্ত নির্ভর করছে আগামী কয়েকদিনের মেডিক্যাল রিপোর্ট ও রিহ্যাব অগ্রগতির ওপর।

এই ধরনের গুরুত্বপূর্ণ খবর পেতে Google News-এ Kolkata24x7 ফলো করুন