দেশের মাঠিতে প্রথম? অধিনায়ক গিলের ব্যাটে নতুন ইতিহাস

Injury hit India lose Akash Deep where Shubman Gill said Rishabh Pant return as Wicketkeeper against England in Manchester Test

নয়াদিল্লি: ভারতীয় ক্রিকেটের নতুন সেনাপতি হিসেবে নিজেকে প্রমাণ করে চলেছেন শুভমন গিল (Shubman Gill)। বিদেশের মাটিতে অধিনায়ক হিসেবে অভিষেকের পর থেকেই ধারাবাহিক পারফর্ম করে চলেছেন তিনি। আর এ বার ঘরের মাঠেও নিজেকে উজাড় করে দিলেন ব্যাটে। ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে দ্বিতীয় টেস্টে দুরন্ত সেঞ্চুরি করে রীতিমতো চর্চার কেন্দ্রে উঠে এসেছেন তরুণ ভারত অধিনায়ক।

এই টেস্টেই অধিনায়ক হিসেবে দেশের মাটিতে প্রথম শতরান করলেন শুভমন (Shubman Gill)। তাঁর ব্যাট থেকে এল অপরাজিত ১২৯ রানের দুরন্ত ইনিংস, যার জোরে প্রথম ইনিংসে ভারত তোলে ৫১৮ রানের পাহাড়। এরপরই ইনিংস ডিক্লেয়ার করেন শুভমন নিজেই।

   

ইংল্যান্ড সফরের সময় রোহিত শর্মা ও বিরাট কোহলির অনুপস্থিতিতে টেস্ট দলের অধিনায়কত্বের দায়িত্ব পান শুভমন গিল (Shubman Gill)। ৫ ম্যাচের সেই সিরিজ শেষ হয় ২-২ ফলে। যদিও সিরিজ ড্র হলেও ব্যাট হাতে সফল ছিলেন শুভমন। সফরজুড়ে তাঁর সংযমী এবং আক্রমণাত্মক ব্যাটিং নজর কাড়ে সকলের।

ঘরের মাঠে ‘ক্যাপ্টেন’ গিলের ছাপ

ঘরের মাঠে এটাই তাঁর প্রথম টেস্ট সিরিজ অধিনায়ক হিসেবে। আর প্রথম ইনিংসেই যেন বুঝিয়ে দিলেন কেন ভারতীয় বোর্ড তাঁর কাঁধে দায়িত্ব তুলে দিয়েছে। দ্বিতীয় দিনের শুরু থেকেই আত্মবিশ্বাসী ভঙ্গিতে ব্যাট করছিলেন শুভমন। ৯৫ বলে হাফ সেঞ্চুরি পূর্ণ করেন। লাঞ্চব্রেকের সময় অপরাজিত ছিলেন ৭৫ রানে। দ্বিতীয় সেশনে গতি বাড়িয়ে ১৭৮ বলে পূর্ণ করেন নিজের শতরান। এই সেঞ্চুরি তাঁর টেস্ট কেরিয়ারের ১০ নম্বর শতরান এবং অধিনায়ক হওয়ার পর পঞ্চম।

ইনিংসের বাকি চিত্র

শুভমন গিলের সঙ্গে ক্রমে বড় রানের দিকেই এগিয়ে যাচ্ছিল ভারত। ধ্রুব জুরেল তাঁকে যোগ্য সঙ্গত দেন। দু’জনের পার্টনারশিপে পেরিয়ে যায় ৫০০ রানের গণ্ডি। তবে ১৩৫তম ওভারে রোস্টন চেসের বলে বোল্ড হন জুরেল। ৭৯ বলে ৪৪ রান করে ফেরেন তিনি। এর পরেই ইনিংস ডিক্লেয়ার করার সিদ্ধান্ত নেন গিল।এখন দেখার, ম্যাচের বাকি অংশে কেমন পারফর্ম করে ভারতীয় বোলিং আক্রমণ এবং কতটা দাপটে সিরিজ নিজেদের নামে করে নেয় ‘ক্যাপ্টেন গিল’র টিম ইন্ডিয়া।

এই ধরনের গুরুত্বপূর্ণ খবর পেতে Google News-এ Kolkata24x7 ফলো করুন
Previous articleবসনিয়ার এই ডিফেন্ডারকে চূড়ান্ত করল পাঞ্জাব এফসি
Next article3 Meme Coins That Could Double or Triple Before Dogecoin (DOGE) Hits $50B Market Cap
Subhasish Ghosh
শুভাশীষ ঘোষ এক প্রাণবন্ত ক্রীড়া সাংবাদিক, বর্তমানে Kolkata24X7.in ক্রীড়া বিভাগের অন্যতম গুরুত্বপূর্ণ মুখ। ক্রিকেট থেকে ফুটবল, হকি থেকে ব্যাডমিন্টন প্রতিটি খেলাতেই তাঁর দখল প্রশংসনীয়। তিনি নিয়মিত ফিল্ড রিপোর্টিং করেন এবং ISL, I-League, CFL, AFC Cup, Super Cup, Durand Cup কিংবা Kolkata Marathon মতো মর্যাদাসম্পন্ন ইভেন্টে Accreditation Card প্রাপ্ত সাংবাদিক।২০২০ সালে সাংবাদিকতার জগতে আত্মপ্রকাশ, আর তখন থেকেই বাংলার একাধিক খ্যাতিমান সাংবাদিকের সাহচর্যে তালিম গ্রহণ। সাংবাদিকতার পাশাপাশি ইতিহাস ও রাজনীতির প্রতি রয়েছে অগাধ টান, যার প্রমাণ তাঁর অফবিট যাত্রাপথ ও অনুসন্ধিৎসু মন। পেশাগত প্রয়োজনে কিংবা নিতান্ত নিজস্ব আগ্রহে ছুটে যান অজানার সন্ধানে, হোক পাহাড়ি আঁকাবাঁকা গলি কিংবা নিঃসঙ্গ ধ্বংসাবশেষে ভরা প্রাচীন নিদর্শন। ছবি তোলার নেশা ও লেখার প্রতি দায়বদ্ধতা মিলিয়ে শুভাশীষ হয়ে উঠেছেন সাংবাদিক।