শুভমন গিল (Shubman Gill), নামটাই যেন ভবিষ্যতের প্রতিশ্রুতি। কিন্তু আজ সেই ভবিষ্যত আর কোনও অনুমান নয়, বাস্তবের ইতিহাসে জায়গা করে নিল এজবাস্টনের (Edgbaston Test) সবুজ মাঠে। ভারতের (Indian Cricket Team) প্রথম অধিনায়ক হিসেবে ইংল্যান্ডের (England ) মাটিতে টেস্ট ডাবল সেঞ্চুরি করলেন শুভমন গিল। শুধু অধিনায়ক হিসেবেই নয়, এটি তাঁর টেস্ট কেরিয়ারের প্রথম ডাবল সেঞ্চুরি।
৩১১ বলে গড়া এই ২০০ রানের ইনিংসে ছিল ২১টি চারের ঝলক ও ২টি বিশাল ছক্কার দাপট। ব্যাট হাতে অনন্য ইনিংস গড়ে টিম ইন্ডিয়াকে বিপদ থেকে টেনে তুলে ম্যাচের রাশ ধরলেন হাতে। এক কথায়, নেতৃত্বের আসল মানে বোঝালেন ‘জেন Z’ প্রজন্মের প্রতিনিধি শুভমন।
সিরিজের প্রথম টেস্টে হেডিংলেতে শতরান করেছিলেন গিল। সেটাই ছিল অধিনায়ক হিসেবে তাঁর প্রথম সেঞ্চুরি। তখনও প্রশ্ন উঠেছিল— কোহলি, রোহিত, অশ্বিন, শামির মতো অভিজ্ঞদের ছাড়া তরুণ দল নিয়ে শুভমন পারবেন তো চাপ সামলাতে? আজ সেই সব প্রশ্নের উত্তর দিয়ে দিলেন ব্যাট হাতে।
এজবাস্টনে যখন গিল ব্যাট করতে নামলেন, ভারতের অবস্থা তখন নড়বড়ে। ওপেনার কে এল রাহুল ফিরে গেছেন, মিডল অর্ডারেও দ্রুত উইকেট পড়তে শুরু করে। করুণ নায়ার থেকে নীতীশ কুমার রেড্ডি প্রত্যেকেই ব্যর্থ। এক প্রান্তে দাঁড়িয়ে ভারতের ইনিংসকে স্থিতি দিলেন শুভমন। ধৈর্য, সাহস আর নিখুঁত টেম্পারমেন্টে ইংল্যান্ডের পেসারদের সামলালেন দক্ষতায়।
অ্যান্ডারসন-তেন্ডুলকর ট্রফির আগে অনেকেই বলেছিলেন, নতুন ভারতীয় দল চাপ নিতে পারবে না। কিন্তু শুভমনের পারফরম্যান্স দেখিয়ে দিল, এই নতুন ভারত সেই পুরনো চেনা ভারত নয়— এরা লড়াই করতে জানে, রেকর্ড গড়তেও জানে।
গিলের এই ডাবল সেঞ্চুরি শুধু একটি ব্যক্তিগত মাইলফলক নয়, বরং ভারতের ক্রিকেট ইতিহাসে এক নতুন অধ্যায়ের সূচনা। ইংল্যান্ডের মাটিতে ভারতীয় অধিনায়ক হিসেবে টেস্টে দ্বিশতরান, এমন নজির এর আগে কেউই তৈরি করতে পারেননি— না সৌরভ গাঙ্গুলী, না ধোনি, না বিরাট কোহলি।
গোটা ড্রেসিংরুম উঠে দাঁড়িয়ে অভিনন্দন জানায় অধিনায়ককে। মাঠে তখন শুধুই গিলের জয়জয়কার। তিনি যে শুধুই ‘প্রিন্স’ নন, ভবিষ্যতের রাজা হতে চলেছেন— সেটাই আজ বুঝিয়ে দিলেন। ভারতীয় ক্রিকেটপ্রেমীদের জন্য আজকের দিনটা চিরস্মরণীয়। শুভমন গিলের ব্যাটে লেখা হল এক নতুন রূপকথার গল্প, যার প্রতিটি শব্দ গর্বে ভরিয়ে দিচ্ছে ১৪০ কোটির ক্রিকেটপ্রেমী দেশের হৃদয়।
Shubman Gill first-ever as Indian Cricket Team test captain to smash double hundred in England