দলীপে মাত্র ২২, তবে কি নির্বাচকদের আস্থা হারালেন শুভমন?

Shubman Gill Admits Struggling With Poor Form in Duleep Trophy 2024
Shubman Gill Admits Struggling With Poor Form in Duleep Trophy 2024

চলতি দলীপ ট্রফিতে নিজেকে মেলে ধরতে ব্যর্থ হয়েছেন যশস্বী জয়সওয়াল। এবার ইন্ডিয়া বি টিমের হয়ে বড় অঙ্কের রান করতে ব্যর্থ হলেন ভারতের তরুণ তারকা ব্যাটার শুভমন গিল (Shubman Gill)। এদিন মাত্র ৪৩ বলে ২৫ রান করে মাঠ ছাড়েন গুজরাট টাইটান্স অধিনায়ক। তবে শুধু গিল নন, ব্যর্থ হয়েছেন আরেক ওপেনার মায়াঙ্ক আগরওয়াল (৩৬)।

ইন্ডিয়া-বি দলের বিরুদ্ধে গতকাল দলীপ ট্রফির ম্যাচে ইন্ডিয়া-এ দলের শুরুটা একেবারেই ভালো হয়নি। গতকালই ইন্ডিয়া বি দলের হয়ে ১৮১ রানের অবিস্মরণীয় ইনিংস সরফরাজের ভাই মুশির খান। গতকাল টেল এন্ডারদের সঙ্গে নিয়ে দলকে তিনশো রানের গণ্ডি পেরোতে সাহায্য করেন তিনি। মুশিরের সুবাদেই ৩২১রানের সুবিশাল স্কোর খাড়া করে ইন্ডিয়া বি। তবে ৩২১ রানের জবাবে ওপেন করতে নেমে শুরুতে বেশ ভালই খেলছিলেন মায়াঙ্ক- শুভমন জুটি।

   

অলিম্পিক অতীত, চোট নিয়েও এবার ডায়মন্ড লীগের ফাইনালে নীরজ চোপড়া

তবে ইনিংসের ১৩.৬ ওভারে নভদীপ সাইনির (Navdeep Saini) ভিতরে ঢুকে আসা বল ছেড়ে দিয়ে বোল্ড হয়ে বসেন শুভমন গিল। আর আগেও ঘরের মাঠে ইংল্যান্ড সিরিজে গুরুত্বপূর্ন সময় সেই একই ভুল করে উইকেট দিয়ে এসেছিলেন ভারতীয় দলের তরুণ তারকা। এদিন বলের লাইন অনুমান করে তা ছেড়ে দেওয়াই শ্রেয় মনে হয় গিলের, তবে সাইনির ডেলিভারির সুইং অনুমান করতে পারেননি তিনি। ফলে বল বাঁক নিয়ে গিলের অফ-স্টাম্পে গিয়ে লাগে। ৪৩ বলে ২৫ রান করে মাঠ ছাড়েন শুভমন।

এদিন গিলের পাশাপাশি আরেক ওপেনার মায়াঙ্ক আগরওয়ালকেও (Mayank Agarwal) আউট করেন নভদীপ সাইনি। ইনিংসের ১৫.২ ওভারে সানরাইজার্স হায়দরাবাদের ব্যাটারকে পায়ের লাইনে বল করেন তিনি। গ্লান্স মেরে বাউন্ডারি নেওয়ার চেষ্টায় ছিলেন মায়াঙ্ক। তবে বল ব্যাটে লেগে ফাইন লেগের দিকে চলে যায়। আর ঠিক সেই সময় বাঁদিকে ঝাঁপিয়ে একটি দুর্দান্ত ক্যাচ নেন পন্থ। মায়াঙ্ক ছাড়াও এদিন ব্যর্থ হয়েছেন রিয়ান পরাগ (৩০), ধ্রুব জুরেল (২)। ৪৫ বলের ইনিংসে মায়াঙ্ক ৮টি চার মারেন। ইন্ডিয়া বি দলের হয়ে সর্বোচ্চ ৩টি উইকেট পেয়েছেন হরিয়ানার পেসার নভদীপ সাইনি। তবে ইন্ডিয়া এ দলের হয়ে এখনো ব্যাট করছেন লখনৌ সুপার জায়েন্টস অধিনায়ক কে এল রাহুল। ১১০ বল খেলে ৩৭ রানে অপরাজিত আছেন তিনি। (এই প্রতিবেদন লেখা পর্যন্ত)

Mohammedan SC: আইএসএলের প্রথম লেগে অনিশ্চিত কাদিরী? উঠে এল নয়া তথ্য

এবারের দলীপের উপর নজর রয়েছে নির্বাচকদের। আসন্ন বাংলাদেশ সিরিজ এবং অস্ট্রেলিয়া সিরিজ খেলার আগে প্রতিটি ক্রিকেটারকে পরীক্ষা করে নিতে চায় ভারতীয় ক্রিকেট বোর্ড। বেশ কিছু সিরিজে দুই অঙ্কের রান করলেও রানের খরা এখনো কাটেনি শুভমন গিলের (Shubman Gill)। তাই জাতীয় দলে ওপেনার হিসেবে জায়গা পাকা করতে দলীপ ট্রফিকেই নিজের কামব্যাকের মঞ্চ হিসেবে বেছে নিয়েছিলেন উদীয়মান এই ভারতীয় তারকা। কিন্তু ব্যর্থতাই তার সঙ্গী হলো আরেকবার। তবে দ্বিতীয় ইনিংসে কামব্যাক করে তিনি দলকে জেতাতে পারেন কি না সেটা সময়ই বলবে।

এই ধরনের গুরুত্বপূর্ণ খবর পেতে Google News-এ Kolkata24x7 ফলো করুন