এক সেঞ্চুরিতেই রেকর্ডের ছক্কা হাঁকালেন গিল

দ্বিতীয় টেস্টে দুরন্ত শতরান করে একাধিক নজির গড়লেন ভারতের অধিনায়ক শুভমন গিল (Shubman Gill)। দেশের মাটিতে ক্যারিবিয়ানদের বিরুদ্ধে ১২৯ রানে অপরাজিত থেকে শুধু ম্যাচই নয়,…

Shubman Gill

দ্বিতীয় টেস্টে দুরন্ত শতরান করে একাধিক নজির গড়লেন ভারতের অধিনায়ক শুভমন গিল (Shubman Gill)। দেশের মাটিতে ক্যারিবিয়ানদের বিরুদ্ধে ১২৯ রানে অপরাজিত থেকে শুধু ম্যাচই নয়, রেকর্ড বইও নিজের করে নিলেন। টেস্ট অধিনায়ক হিসেবে তাঁর ব্যাট যেন আরও ধারালো হয়ে উঠেছে। একে একে ছুঁয়েছেন বিরাট কোহলির কীর্তি, টপকে গিয়েছেন সচিন তেন্ডুলকর, ঋষভ পন্থ ও রোহিত শর্মাদের।

Advertisements

অধিনায়ক হিসেবে ১০০০ রানের মাইলফলকে শুভমন (Shubman Gill)

শনিবারের ইনিংসের পর অধিনায়ক হিসেবে ১১০৩ রানে পৌঁছে গেলেন শুভমন (Shubman Gill)। টেস্টে অধিনায়ক হিসেবে ৯৩৩ রান ও টি-টোয়েন্টিতে ১৭০ রান করে তিনি দেশের তৃতীয় দ্রুততম অধিনায়ক হিসেবে ১০০০ রানের গণ্ডি পার করলেন। কোহলি ও গাভাসকর যেখানে ১৫ ইনিংসে এই কীর্তি গড়েছিলেন, আজহারউদ্দিন করেছিলেন ১৬ ইনিংসে। যদিও শুভমন ১৭ ইনিংস খেলে পৌঁছে গেলেন এই মাইলফলকে। রোহিত শর্মা ছিলেন ২০ ইনিংসে।

Advertisements

বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপে সর্বাধিক রান সংগ্রাহক

বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপে ২৭৫০ রান করে ভারতের সর্বাধিক রান সংগ্রাহক এখন শুভমন গিল। পেছনে ফেলেছেন ঋষভ পন্থ (২৭৩১), রোহিত শর্মা (২৭১৬), বিরাট কোহলি (২৬১৭) এবং রবীন্দ্র জাডেজা (২৫০৫) সকলেই অভিজ্ঞ ক্রিকেটার। এই তালিকায় যশস্বী জয়সওয়াল (২৪২০) এবং লোকেশ রাহুল (২০২২) রয়েছেন যথাক্রমে ষষ্ঠ ও সপ্তম স্থানে।

শতরানের নিরিখে শীর্ষে শুভমন (Shubman Gill)

এই শতরান বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপে শুভমনের দশম শতরান। এতদিন তিনি ও রোহিত ছিলেন যুগ্মভাবে শীর্ষে (৯টি করে শতরান)। এখন এককভাবে এগিয়ে গিল। যশস্বী জয়সওয়ালের রয়েছে ৭টি, পন্থ ও রাহুলের ৬টি করে শতরান।

এক বছরে সবচেয়ে বেশি শতরানের রেকর্ডে কোহলির পাশে

বিরাট কোহলি ২০১৭ ও ২০১৮ সালে অধিনায়ক হিসেবে বছরে ৫টি টেস্ট শতরান করেছিলেন। ২০২৫ সালে সেই রেকর্ড ছুঁলেন শুভমন। ইংল্যান্ড সিরিজে চারটি সেঞ্চুরির পর এই শতরান তাঁর পঞ্চম। সচিন তেন্ডুলকর (১৯৯৭) ও কোহলি (২০১৬) এক বছরে ৪টি সেঞ্চুরি করেছিলেন অধিনায়ক হিসেবে সেই রেকর্ডও এখন অতীত।

টেস্ট অধিনায়ক হিসেবে ৫টি শতরান

শুভমন এখন অধিনায়ক হিসেবে ৫টি টেস্ট শতরান করে রোহিত শর্মা (৪), রাহুল দ্রাবিড়কে (৪) টপকে গেলেন। পাশাপাশি তিনি ছুঁয়ে ফেলেছেন তিন কিংবদন্তি সৌরভ গঙ্গোপাধ্যায়, মহেন্দ্র সিং ধোনি ও মনসুর আলি খান পতৌদিকে, যাঁদের অধিনায়ক হিসেবে ৫টি করে শতরান রয়েছে। তালিকার শীর্ষে রয়েছেন বিরাট কোহলি (২০টি শতরান)।

দেশের মাটিতে অধিনায়ক হিসেবে প্রথম শতরান

ইংল্যান্ডের বিরুদ্ধে দুর্দান্ত পারফরম্যান্সের পর এবার দেশের মাটিতেও নিজের আধিপত্য প্রমাণ করলেন শুভমন। প্রথম টেস্টে হাফ সেঞ্চুরির পর দ্বিতীয় ম্যাচে দুর্দান্ত শতরান। লাঞ্চের আগেই ৯৫ বলে অর্ধশতরান এবং ১৭৮ বলে শতরান পূর্ণ করেন তিনি। এটাই অধিনায়ক হিসেবে দেশের মাটিতে তাঁর প্রথম টেস্ট শতরান।

২৬ বছর বয়সি শুভমন গিল ভারতের টেস্ট অধিনায়ক হিসেবে যে ভবিষ্যতের ভরসা হয়ে উঠেছেন, তা আর আলাদা করে বলার অপেক্ষা রাখে না। ব্যাট হাতে যেমন ধারাবাহিক, তেমনই নেতৃত্বেও প্রতিনিয়ত পরিণত হচ্ছেন। এভাবেই ভারতীয় ক্রিকেটের এক নতুন যুগের সূচনা করছেন শুভমন।