
গত ২৪শে ডিসেম্বর থেকেই ছুটির ঘন্টা বেজেছে মোহনবাগান সুপার জায়ান্টের। বড়দিনের পাশাপাশি বর্ষবরণের উৎসব কাটিয়ে ফের ২রা জানুয়ারির পর অনুশীলনে যোগ দেবেন দলের সকল ফুটবলাররা। স্বাভাবিকভাবেই এখন নিজেদের মতো করে সময় কাটাচ্ছেন দলের সকল তারকা। এবার বড়দিনের আমেজে খুশির মুডে ধরা দিলেন সবুজ-মেরুন অধিনায়ক শুভাশিস বসু। বেশ কিছুক্ষণ আগেই নিজের সোশ্যাল সাইটে সেই সম্পর্কিত বেশকিছু ছবি আপলোড করেন এই ফুটবলার।
যেখানে দেখা গিয়েছে তাঁর স্ত্রী কস্তুরী ছেত্রী সহ তাঁদের ফুটফুটে সন্তানকে। পিছনেই রয়েছে ক্রিসমাস ট্রি সহ প্রতীকি ডিয়ার। যা ব্যাপকভাবে নজর কেড়েছে নেটিজেনদের। পাশাপাশি তিনি লেখেন, ‘ আমাদের ছোট্ট পরিবার থেকে আপনার জন্য, শুভ বড়দিন এবং অনেক ভালোবাসা।’ সেই নিয়ে যথেষ্ট খুশি সমর্থকরা। চলতি সিজনের শুরুটা একেবারে ভালো না হলেও ধীরে ধীরে ছন্দে ফিরেছিল সবুজ-মেরুন। পড়শী ক্লাব ইস্টবেঙ্গল দলকে হারিয়ে ঐতিহাসিক আইএফএ শিল্ড চ্যাম্পিয়ন হয়েছে মেরিনার্সরা। পরবর্তীতে সেই ধারা বজায় রেখে সুপার কাপ চ্যাম্পিয়ন হওয়ার পরিকল্পনা থাকলেও সেটা সম্ভব হয়নি।
পড়শী ক্লাবের সঙ্গে ড্র করে গ্ৰুপ পর্ব থেকে ছিটকে গিয়েছিল সবুজ-মেরুন। যা নিঃসন্দেহে হতাশ করেছিল সকলকে। তারপর থেকেই কোচ বদলের ইঙ্গিত মিলেছিল ব্যাপকভাবে। সেটাই হয়েছে শেষ পর্যন্ত। গত নভেম্বরে হোসে মোলিনাকে বিদায় জানিয়ে সার্জিও লোবেরার হাতে তুলে দেওয়া হয়েছে দলের দায়িত্ব। এখন এই স্প্যানিশ কোচকে নিয়ে ব্যাপক প্রত্যাশা সকলের।










