দুরন্ত পারফরম্যান্স! পর্তুগিজ ক্লাবে ভারতীয় মিডফিল্ডার শুভম দীক্ষিত

Shubham Dixit, Portugal

ভারতীয় ফুটবলের তরুণ মিডফিল্ডার শুভম দীক্ষিত (Shubham Dixit) এবার বিদেশের মাটিতে নতুন যাত্রা শুরু করেছেন। পর্তুগালের ক্লাব SC Melgacense-এ যোগ দিয়েছেন ২৫ বছর বয়সী এই ফুটবলার এবং যোগদানের কিছুদিনের মধ্যেই নজর কেড়েছেন তার পারফরম্যান্সে।

শুভম সেপ্টেম্বরেই দলের হয়ে ডেবিউ ম্যাচ খেলেন, এবং তারপর থেকে লিগে নয়টি ম্যাচে মাঠে নেমে দুটি দুর্দান্ত অ্যাসিস্ট করেন। পর্তুগালের লিগ তুলনামূলকভাবে শারীরিক ও দ্রুতগতির হওয়ায় শুভমের ধারাবাহিক পারফরম্যান্স ভারতীয় ফুটবলের জন্য ইতিবাচক ইঙ্গিত।

   

ক্লাব সূত্রে জানা যায়, দীক্ষিতের বল কন্ট্রোল, পজিশনাল সেন্স এবং পাসিং অ্যাকিউরেসি স্টাফ ও সমর্থকদের নজর কেড়েছে। দলের আক্রমণাত্মক বিল্ড-আপেও তিনি গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছেন।

শোনা যাচ্ছে, পর্তুগাল যাত্রার আগেই ভারতের একাধিক আইএসএল ও আই-লিগ ক্লাব শুভমকে দলে নিতে আগ্রহ দেখিয়েছিল। তার মধ্যে উল্লেখযোগ্য ওডিশা এফসি, যারা গত বছরই তাকে সই করানোর চেষ্টা করেছিল বলে জানা গেছে। তবে বিদেশে খেলার সুযোগ পাওয়ায় শুভম ইউরোপিয়ান অভিজ্ঞতাকে অগ্রাধিকার দেন।

ভারতীয় ফুটবলারদের মধ্যে ইউরোপে খেলার সুযোগ খুবই কম, তাই শুভম দীক্ষিতের এই পদক্ষেপ অনেক তরুণ ফুটবলারের কাছে অনুপ্রেরণা হয়ে উঠেছে।

এই ধরনের গুরুত্বপূর্ণ খবর পেতে Google News-এ Kolkata24x7 ফলো করুন