পাঞ্জাবের দায়িত্ব পেয়ে প্রাক্তন দল প্রসঙ্গে ‘বিস্ফোরক’ শ্রেয়স

আইপিএলে ২০২৫ পাঞ্জাব কিংসের হয়ে মাঠে নামবেন শ্রেয়াস আইয়ার (Shreyas Iyer)। গত বছর কলকাতা নাইট রাইডার্স (Kolkata Knight Riders)-এরজার্সি গায়ে শিরোপা জয় করেছিলেন তিনি। সেই…

KKR captain shreyas iyer declared fit before IPl 2024

আইপিএলে ২০২৫ পাঞ্জাব কিংসের হয়ে মাঠে নামবেন শ্রেয়াস আইয়ার (Shreyas Iyer)। গত বছর কলকাতা নাইট রাইডার্স (Kolkata Knight Riders)-এরজার্সি গায়ে শিরোপা জয় করেছিলেন তিনি। সেই কেকেআর এবছর তাকে দলে রাখেনি।

সম্প্রতি এক সংবাদমাধ্যমে সাক্ষাৎকারে তিনি বলেন যোগাযোগের অভাবে তার এই সিদ্ধান্ত। তিনি বলেন,“আইপিএল চ্যাম্পিয়নশিপের পর আমরা সরাসরি আলোচনা করেছিলাম এবং আমি থাকাকালীন আশাবাদী ছিলাম। কিন্তু মাসের পর মাস কোনো দৃঢ় আলোচনা হয়নি। রিটেনশন ডেডলাইনের এক সপ্তাহ আগে আমি বুঝতে পারলাম পরিস্থিতি কোথায় যাচ্ছে। সেই যোগাযোগের অভাব খুবই হতাশাজনক ছিল।”

   

এই পরিস্থিতি কেকেআরের প্রাক্তন অধিনায়ক ইওইন মরগান কে মরে করিয়ে দেয়। ২০২১ আইপিএল ফাইনালে নেতৃত্ব দেওয়ার পরও ছেড়ে দেওয়া হয়েছিল।

কেকেআরের পর এবছর নিলামে পাঞ্জাব কিংস তাকে ২৬.৭৫ কোটি রুপিতে অধিকার করে। অন্যদিকে ঋষভ পন্থ ২৭ কোটি রুপি দামে লখনৌ সুপার জায়ান্টসের সাথে চুক্তিবদ্ধ হন।

নিলামের তীব্র প্রতিদ্বন্দ্বিতা নিয়ে আইয়ার বলেন, “আমি হায়দরাবাদে নিলাম দেখছিলাম। আমার জন্য প্রতিযোগিতা আমার প্রত্যাশাকে ছাড়িয়ে গিয়েছিল। এক সময় আমি দরজা বন্ধ করে দিয়েছিলাম এবং শুনতে চেয়েছিলাম না। এটা অবাক করার মতো। কিন্তু উত্তেজনাপূর্ণ ছিল।”