Shreyas Iyer : জয় শাহের নির্দেশকে বুড়ো আঙুল দেখিয়ে KKR শিবিরে আইয়ার!

ভারতীয় ক্রিকেট বোর্ডের (BCCI) সেক্রেটারি জয় শাহ (Jay Shah) জোর দিয়ে বলেছেন, আগে ঘরোয়া ক্রিকেট, তারপরে ক্লাব। কেন্দ্রীয় চুক্তি প্রাপ্ত ক্রিকেটারদের কাছে পৌঁছে গিয়েছিল বিসিসিআইয়ের…

Shreyas Iyer : জয় শাহের নির্দেশকে বুড়ো আঙুল দেখিয়ে KKR শিবিরে আইয়ার!

ভারতীয় ক্রিকেট বোর্ডের (BCCI) সেক্রেটারি জয় শাহ (Jay Shah) জোর দিয়ে বলেছেন, আগে ঘরোয়া ক্রিকেট, তারপরে ক্লাব। কেন্দ্রীয় চুক্তি প্রাপ্ত ক্রিকেটারদের কাছে পৌঁছে গিয়েছিল বিসিসিআইয়ের বার্তা। তারপরেও শ্রেয়স আইয়ার (Shreyas Iyer) উপস্থিত হলেন কলকাতা নাইট রাইডার্সের (KKR) ক্যাম্পে। বিষয়টা অনেকের চোখে লেগেছে। আইয়ারের দল মুম্বই উঠেছে রঞ্জি ট্রফির কোয়ার্টার ফাইনালে (Ranji Trophy Quarter Final)। 

রঞ্জি ট্রফির কোয়ার্টার ফাইনালে জায়গা করে নিয়েছে মুম্বই। খেলবে বরোদার বিরুদ্ধে। কোয়ার্টার ফাইনালে শ্রেয়স আইয়ারকে পাওয়া যাবে না বলে শোনা যাচ্ছে। পিঠের চোটে ভুগছেন, খেলতে পারবেন না কোয়ার্টার রঞ্জি ট্রফির ফাইনাল। 

   

চোট থাকলে ক্রিকেটাররা এনসিএ-তে যান রিকভারি করার জন্য। কিন্তু আইয়ার নাকি হাজির হয়েছেন কলকাতা নাইট রাইডার্সের শিবিরে। এখানেই শুরু হয়েছে জল্পনা। এনসিএ-তে না গিয়ে নাইট শিবিরে গিয়ে আইয়ার কি ঠিক কাজ করলেন? কারণ ভারতীয় ক্রিকেট বোর্ড জোর দিয়ে জানিয়েছে যে আগে ঘরোয়া ক্রিকেটার, তারপরে ক্লাব ক্রিকেট।

ইংল্যান্ডের বিরুদ্ধে টেস্ট সিরিজের আগে রঞ্জি ট্রফিতে অনুশীলন রাউন্ড খেলা আইয়ার দ্বিতীয় টেস্টের পরে পিঠের ব্যথার কারণে শেষ তিনটি টেস্ট থেকে ছিটকে গিয়েছিলেন। প্রতিভাবান ব্যাটসম্যান এর আগে পিঠের চোটের কারণে আইপিএল ২০২৩ থেকে বাদ পড়েছিলেন। চোট কাটিয়ে ফিরে এসেছিলেন এশিয়া কাপে। 

Advertisements

এরপরে আইয়ার ওয়ানডে বিশ্বকাপে তাঁর দক্ষতা দেখিয়েছিলেন। ৬৬.২৫ এর গড়ে ৫৩০ রান করেছিলেন। আইপিএল সামনে আসার সাথে সাথে, আইয়ার এখন এই চোট থেকে দ্রুত রিকভার করার চেষ্টা করবেন। আসন্ন মরসুমে কলকাতা নাইট রাইডার্সকে (কেকেআর) নেতৃত্ব দেওয়ার দায়িত্বে রয়েছে তাঁর কাঁধে। একই সঙ্গে চলতি রঞ্জি মরশুমে দুটি সেঞ্চুরি ও দুটি হাফ সেঞ্চুরি করা দুবেকেও পাবে না মুম্বই।

ভারতীয় ক্রিকেট কন্ট্রোল বোর্ড (বিসিসিআই) কেন্দ্রীয় চুক্তিবদ্ধ খেলোয়াড়দের নিবিড়ভাবে পর্যবেক্ষণ করছে। ঘরোয়া ক্রিকেটের চেয়ে আইপিএলকে অগ্রাধিকার না দেওয়ার বিষয়ে সতর্ক করা হয়েছে ইতিমধ্যে।