HomeSports NewsShreyas Iyer: রোহিত শর্মাকে পিছনে ফেলে শ্রেয়াসের দীর্ঘতম ছক্কা কাঁপাল স্টেডিয়াম

Shreyas Iyer: রোহিত শর্মাকে পিছনে ফেলে শ্রেয়াসের দীর্ঘতম ছক্কা কাঁপাল স্টেডিয়াম

- Advertisement -

গত ৫ অক্টোবর শুরু হয়েছে আইসিসি মেন্স ক্রিকেট ওয়ার্ল্ড কাপ ২০২৩ । এ বছর বিশ্বকাপে গতকালের ভারত ও আফগানিস্তানের মধ্যে ম্যাচের সময় ক্রিকেটপ্রেমীরা ঝুড়ি ঝুড়ি চার ও ছক্কা দেখতে পেয়েছিলেন। ম্যাচে, অধিনায়ক রোহিত শর্মা মাত্র ৮৪ বলে ১৬ চার ও পাঁচটি ছক্কা দিয়ে ১৩১ রানের ইনিংস খেলেন। যা ভারতের ৮ উইকেটের জয়ে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেন। আফগান দল ম্যাচে ২৫টি চার ও সাতটি ছক্কা মারলেও ভারতীয় ব্যাটসম্যানরা ২৮টি চার ও আটটি ছক্কা মেরেছেন।

‘হিটম্যান’ রোহিত শর্মা তার সেঞ্চুরি চলাকালীন ২০২৩ বিশ্বকাপে ৯৩ মিটারের দীর্ঘতম ছক্কা মেরেছিলেন, তবে এই ম্যাচে এই রেকর্ডটি ভেঙে যায়। ১০১ মিটার লম্বা ছক্কা মেরে রোহিত শর্মাকে পিছনে ফেলে দেন শ্রেয়াস আইয়ার। ২৩ বলে এক ছক্কা ও এক চারে ২৫ রান করার পর ম্যাচে অপরাজিত থাকেন শ্রেয়াস।

   

আফগানিস্তানের বোলার মুজিব উর রহমানের বলে ১০১ মিটার লম্বা এই ছক্কাটি মারেন শ্রেয়াস আইয়ার। ইনিংসের ৩৩তম ওভারে তিনি এগিয়ে এসে মুজিবের বলকে লং অন বাউন্ডারি এলাকায় ছক্কা মেরে উড়িয়ে দেন। এটি এখনও পর্যন্ত টুর্নামেন্টের দীর্ঘতম ছয়। এই ছক্কায় ভারতীয় দলের স্কোর ২৫০ রান পূর্ণ হয়।

শ্রেয়াসের ছক্কার কিছুক্ষণ আগে একই ম্যাচে ৯৩ মিটারে ছক্কা মেরেছিলেন রোহিত। এই বিশ্বকাপের তৃতীয় দীর্ঘতম ছয়টি দক্ষিণ আফ্রিকার অলরাউন্ডার মার্কো জ্যানসেনের নামে, যিনি শ্রীলঙ্কার বিপক্ষে ম্যাচে এই কৃতিত্ব অর্জন করেছিলেন। চতুর্থ স্থানে আছেন ইংল্যান্ডের অধিনায়ক জস বাটলার, যিনি নিউজিল্যান্ডের বিপক্ষে বিশ্বকাপের উদ্বোধনী ম্যাচে ৮৮ মিটার লম্বা ছক্কা হাঁকান। ২০২৩ বিশ্বকাপের পঞ্চম দীর্ঘতম ছয়টি কেবল বাটলারের নামেই রেকর্ড করা হয়েছে। নিউজিল্যান্ডের বিপক্ষে উদ্বোধনী ম্যাচে ৮৭ মিটার লম্বা ছক্কাও মেরেছিলেন তিনি।

অবশ্যই, ২০২৩ বিশ্বকাপের দীর্ঘতম ছক্কাটি বর্তমানে শ্রেয়াসের নামে রয়েছে। তবে ১০১ মিটারের এই ছক্কাটি আন্তর্জাতিক ক্রিকেটে সবচেয়ে দীর্ঘতম ছক্কার কাছাকাছিও নয়। বিশ্ব ক্রিকেটে দীর্ঘতম ছয়টি পাকিস্তানের শহীদ আফ্রিদির নামে রেকর্ড করা হয়েছে। যিনি ২০১৩ সালে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে ম্যাচে ১৫৩ মিটার দীর্ঘ ছক্কা মেরেছিলেন।

- Advertisement -
Rana Das
Rana Dashttps://kolkata24x7.in/
Rana Das pioneered Bengali digital journalism by launching eKolkata24.com in 2013, which later transformed into Kolkata24x7. He leads the editorial team with vast experience from Bartaman Patrika, Ekdin, ABP Ananda, Uttarbanga Sambad, and Kolkata TV, ensuring every report upholds accuracy, fairness, and neutrality.
এই সংক্রান্ত আরও খবর
- Advertisment -

Most Popular