কলকাতার আরজি কর মেডিক্যাল কলেজে মহিলা চিকিৎসকের ধর্ষণ এবং হত্যার ঘটনায় গোটা দেশে অগ্নিগর্ভ পরিস্থিতি তৈরি হয়েছে। রাজ্যের অধিকাংশ হাসপাতালে চিকিৎসকরা কর্মবিরতির ডাক দিয়েছেন। এই ঘটনায় একাধিক তত্ত্ব সামনে উঠে আসছে। লাগতে শুরু করেছে রাজনৈতিক রংও। এমন একটি ঘৃণ্য ঘটনার প্রতিবাদে দেশের ক্রিকেটাররাও রীতিমতো প্রতিবাদের ঝড় তুলতে শুরু করেছেন। জসপ্রীত বুমরাহের পর এবার কলকাতা নাইট রাইডার্স দলের অধিনায়ক শ্রেয়স আইয়ারও (Shreyas Iyer on RG Kar Controversy) ক্ষোভে ফেটে পড়লেন। কী প্রতিক্রিয়া দিলেন তিনি, আসুন জেনে নেওয়া যাক।
কিছুই বদলায়নি…
স্বাধীনতা দিবস উপলক্ষ্যে বৃহস্পতিবার (১৫ অগস্ট) শ্রেয়স আইয়ার নিজের ইনস্টাগ্রামে একটি স্টোরি পোস্ট করেছিলেন। সেখানে তিনি লিখেছিলেন, ‘এত বছরেও কিছুই বদলাল না। এই বর্বরোচিত ঘটনা এবং পরবর্তী ক্ষেত্রে যা হল, তাতে আমি রীতিমতো স্তম্ভিত। তবে সবথেকে গুরুত্বপূর্ণ বিষয় হল অপরাধীকে কাঠগড়ায় তোলা উচিত এবং তাকে উপযুক্ত শাস্তি দেওয়া উচিত।’
INSTAGRAM STORY OF SHREYAS IYER 🔥
– Justice for Women…!!!!! pic.twitter.com/NQsmittPcM
— Johns. (@CricCrazyJohns) August 15, 2024
প্রত্যেক মহিলার আরও ভালো করে বাঁচার অধিকার রয়েছে…
ইতিপূর্বে এই ঘটনায় সরব হয়েছিলেন ভারতীয় ক্রিকেট দলের পেস তারকা জসপ্রীত বুমরাহ। এই ঘৃণ্য অপরাধের নিন্দা করেছেন তিনি। নিজের ইনস্টাগ্রাম স্টোরিতে তিনি বলিউড অভিনেত্রী আলিয়া ভাটের একটি ইনস্টাগ্রাম পোস্ট শেয়ার করেছিলেন। সেখানে তিনি লিখেছেন, ‘মহিলাদের নিজেদের রাস্তা বদল করা একেবারে উচিত নয়। বরং রাস্তার অভিমুখ বদল হওয়া উচিত। প্রত্যেক মহিলার আরও ভালো করে বাঁচার অধিকার রয়েছে।’
কী হয়েছে গোটা ঘটনাটি?
আরজি কর মেডিক্যাল কলেজ হাসপাতালে নাইট ডিউটি করছিলেন একজন মহিলা জুনিয়র চিকিৎসক। তাঁকে ধর্ষণ করার পর খুন করা হয়েছে। গত কয়েকদিন ধরে এই ঘটনাটি সংবাদ শিরোনামে উঠে এসেছে। ওই মহিলা চিকিৎসকের দেহ অর্ধনগ্ন অবস্থায় উদ্ধার করা হয়েছে। এই ঘটনায় সিভিক ভলান্টিয়ার সঞ্জয় রায়কে গ্রেফতার করেছে পুলিশ।
সামনে এসেছে বেশ কয়েকটি তথ্য
এই ঘটনায় একের পর এক রহস্য উন্মোচিত হচ্ছে। রহস্যের সমাধান হওয়ার পরিবর্তে গোটা বিষয়টা আরও জটিল হয়ে যাচ্ছে। এই ঘটনার তদন্তভার সিবিআই-এর হাতে তুলে দেওয়া হয়েছে। অভিযোগ উঠতে শুরু করেছে যে ওই মহিলাকে নাকি গণধর্ষণ করা হয়েছিল। পাশাপাশি প্রমাণ লোপাটের অভিযোগও উঠতে শুরু করেছে। অন্যদিকে, রাজ্যজুড়ে চিকিৎসকরা কর্মবিরতির ডাক দিয়েছেন। যদিও ফোর্ডার (ফেডারেশন অফ রেসিডেন্ট ডক্টরস অ্যাসোসিয়েশন) পক্ষ থেকে এই কর্মবিরতি তুলে নেওয়ার আহ্বান জানানো হয়েছে।