শুরুর আগে বড় ধাক্কা! হটাৎ কেন অধিনায়কত্ব ছাড়লেন ভারতীয় ক্রিকেট তারকা?

অস্ট্রেলিয়া ‘এ’ (Australia ‘A’) দলের বিরুদ্ধে দ্বিতীয় আনঅফিসিয়াল টেস্টের ঠিক আগে হঠাৎ করেই ভারত ‘এ’ (India A) দলের স্কোয়াড থেকে নিজেকে সরিয়ে নিলেন অধিনায়ক শ্রেয়স…

Shreyas Iyer quits India A captaincy hours before Test Against Australia Citing Personal Reasons

অস্ট্রেলিয়া ‘এ’ (Australia ‘A’) দলের বিরুদ্ধে দ্বিতীয় আনঅফিসিয়াল টেস্টের ঠিক আগে হঠাৎ করেই ভারত ‘এ’ (India A) দলের স্কোয়াড থেকে নিজেকে সরিয়ে নিলেন অধিনায়ক শ্রেয়স আইয়ার (Shreyas Iyer)। ব্যক্তিগত কারণে দল ছেড়েছেন বলে জানা গেলেও, বিসিসিআই (BCCI) কিংবা আইয়ার নিজে এখনও আনুষ্ঠানিকভাবে কিছু জানাননি (India Cricket News)। ফলে শুরু হয়েছে জোরদার বিতর্ক। কারণ, এই ম্যাচটি শ্রেয়সের আন্তর্জাতিক টেস্ট দলে ফেরার দৌড়ে গুরুত্বপূর্ণ বলে মনে করা হচ্ছিল (Bengali Sports News)।

মুম্বইয়ের এই মিডল-অর্ডার ব্যাটার দীর্ঘদিন ধরেই লাল বলের ক্রিকেট থেকে দূরে। যদিও নির্বাচকরা তাঁকে আবার টেস্ট বৃত্তে ফেরাতে উদ্যোগী হয়েছেন। দেশের মাটিতে আসন্ন ওয়েস্ট ইন্ডিজ সিরিজে তাঁর দলে সুযোগ পাওয়ার সম্ভাবনা তৈরি হয়েছিল। সেই লক্ষ্যে ভারত ‘এ’ দলের হয়ে নেতৃত্ব দেওয়ার দায়িত্ব পান শ্রেয়স। প্রথম টেস্টে দল ড্র করলেও, ব্যাট হাতে ব্যর্থ হন শ্রেয়স। প্রথম ইনিংসে মাত্র ৮ রানে আউট হওয়ার পর দ্বিতীয় ইনিংসে ব্যাট হাতে নামেননি তিনি।

   

এমন পরিস্থিতিতে দ্বিতীয় টেস্টে এক বড় ইনিংস খেলে নির্বাচকদের নজর কাড়ার সুযোগ ছিল শ্রেয়সের সামনে। কিন্তু মঙ্গলবার, লখনউয়ে ম্যাচ শুরুর কয়েক ঘণ্টা আগে আচমকাই শোনা যায়, শ্রেয়স দল ছেড়ে ফিরে গিয়েছেন মুম্বইয়ে। টাইমস অফ ইন্ডিয়াকে ভারতীয় দলের এক সূত্র জানায়, “শ্রেয়স নির্বাচকদের জানিয়ে দিয়েছে যে দ্বিতীয় টেস্টে খেলবে না। ব্যক্তিগত কারণেই সে বিরতি নিয়েছে।” তবে এই আচরণ ভালো চোখে দেখছেন না অনেকেই। কারণ, এর আগেও বিসিসিআইয়ের কেন্দ্রীয় চুক্তি থেকে বাদ পড়েছিলেন শ্রেয়স, শৃঙ্খলাজনিত কারণেই।

শ্রেয়সের অনুপস্থিতিতে দ্বিতীয় টেস্টে ভারত ‘এ’ দলের অধিনায়কত্ব করছেন উইকেটকিপার ধ্রুব জুরেল। আগের ম্যাচে সহ-অধিনায়ক ছিলেন তিনি। ব্যাট হাতেও দুরন্ত ছন্দে রয়েছেন এই তরুণ। প্রথম টেস্টে ১৪০ রানের ইনিংস খেলে নজর কেড়েছেন নির্বাচকদের।

এই ঘটনার প্রেক্ষিতে অনেকেই প্রশ্ন তুলছেন, আচমকা এই সিদ্ধান্ত শ্রেয়সের ভবিষ্যৎকে কতটা প্রভাবিত করবে? সম্প্রতি এশিয়া কাপ ও ইংল্যান্ড সফরের টেস্ট দল থেকে বাদ পড়ার পরও বিতর্ক হয়েছিল। শ্রেয়সকে বাদ দেওয়ার পেছনে নির্বাচক প্রধান অজিত আগরকর জানিয়েছিলেন, “১৫ জনের স্কোয়াডে জায়গা হচ্ছিল না।” অথচ আইপিএলে দুর্দান্ত ফর্মে থাকা শ্রেয়সকে উপেক্ষা করায় সমালোচনা হয়েছিল বিসিসিআইয়ের সিদ্ধান্ত নিয়ে।

টেস্ট ক্রিকেটে বিরাট কোহলির অনুপস্থিতিতে মিডল অর্ডারে এখনও স্থায়ী ব্যাটার খুঁজে পায়নি ভারত। তাই শ্রেয়সের সামনে সুযোগ ছিল নিজের নাম জোরালোভাবে তুলে ধরার। কিন্তু ম্যাচ শুরুর আগেই দল ছেড়ে যাওয়ায় সেই সম্ভাবনার উপর জল পড়ল বলেই মনে করছেন বিশেষজ্ঞরা।

Advertisements

সব মিলিয়ে, এক দিকে যেমন শ্রেয়সের ব্যক্তিগত কারণকে সম্মান জানানো উচিত, অন্য দিকে জাতীয় দলের হয়ে ফেরার আগ্রহ দেখিয়েও হঠাৎ দল থেকে সরে দাঁড়ানোয় উঠছে প্রশ্ন। বিসিসিআই কড়া মনোভাব নেবে কি না, সেটাই এখন দেখার। একইসঙ্গে আগামী অক্টোবরের ওয়েস্ট ইন্ডিজ সিরিজের স্কোয়াডে জায়গা পান কি না শ্রেয়স আইয়ার, সেদিকেও নজর রয়েছে সকলের। তবে তাঁর এই আচরণ যে নির্বাচকদের সামনে নতুন ধোঁয়াশার সৃষ্টি করেছে, তা বলাই যায়।

Shreyas Iyer quits India A captaincy hours before Test Against Australia Citing Personal Reasons

আমাদের Google News এ ফলো করুন

২৪ ঘণ্টার বাংলা নিউজ, ব্রেকিং আপডেট আর এক্সক্লুসিভ স্টোরি সবার আগে পেতে ফলো করুন।

Google News Follow on Google News