Shreyas Iyer: শ্রেয়স আইয়ারকে দিতে হবে কয়েক লক্ষ টাকা জরিমানা

Shreyas Iyer

রাজস্থান রয়্যালসের বিরুদ্ধে আইপিএলের ম্যাচে স্লো ওভার রেটের জন্য কলকাতা নাইট রাইডার্সের অধিনায়ক শ্রেয়স আইয়ারকে (Shreyas Iyer) ১২ লাখ টাকা জরিমানা করা হয়েছে। মঙ্গলবার ঘরের মাঠ ইডেন গার্ডেন্সে রয়্যালসের বিরুদ্ধে কেকেআর ২ উইকেটে পরাজিত হয়েছে। জস বাটলার ৬০ বলে অপরাজিত ১০৭ রান করেন।

আইপিএলের এক সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, আইপিএলের ন্যূনতম ওভার রেট সম্পর্কিত আচরণবিধির অধীনে এটি কলকাতা নাইট রাইডার্স দলের প্রথম অপরাধ। তাই আইয়ারকে ১২ লক্ষ টাকা জরিমানা করা হয়েছে।’ সাত ম্যাচে এটি রাজস্থান রয়্যালসের ষষ্ঠ জয়। অন্যদিকে কেকেআর ছয় ম্যাচে তাদের দ্বিতীয় পরাজয় বরণ করেছে। পয়েন্ট টেবিলে রাজস্থানের দল শীর্ষে এবং নাইট রাইডার্স দ্বিতীয় স্থানে রয়েছে।

   

গতকালের ম্যাচে কলকাতা ৬ উইকেটে ২২৩ রান করেছিল। সুনীল নারিনের শতরানের ইনিংস ছাড়া অংকৃষ রঘুবংশী ১৮ বলে ৩০ ও রিঙ্কু সিং ৯ বলে অপরাজিত ২০ রানের ইনিংস খেলেন। রাজস্থানের হয়ে দু’টি করে উইকেট নেন আবেশ খান ও কুলদীপ সেন। জবাবে ব্যাট করতে নেমে শুরুটা ভালো হয়নি রাজস্থানের। শেষ ছয় ওভারে রাজস্থানের প্রয়োজন ছিল ৯৬ রান। এক সময় ৩৩ বলে ৪২ রানে ব্যাট করছিলেন বাটলার।

১৭তম ওভারে সুনীল নারিনের বলে দু’টি ছক্কা ও একটি চার মেরে ম্যাচের মোড় ঘুরিয়ে দেন রোভম্যান পাওয়েল। তবে একই ওভারে তিনি আউট হন। শেষ ১৮ বলে ৪৬ রান দরকার ছিল রাজস্থানের। এই ৪৬ রানের মধ্যে ৪২ রান করে দলকে জয় এনে দেন বাটলার। ১৮তম ওভারে ১৮, ১৯তম ওভারে ১৯ ও ২০তম ওভারে ৯ রান তোলে রাজস্থান। দুর্দান্ত ইনিংসের জন্য ম্যাচ সেরা নির্বাচিত হন বাটলার।

এই ধরনের গুরুত্বপূর্ণ খবর পেতে Google News-এ Kolkata24x7 ফলো করুন