কতদিন দায়িত্বে থাকবেন চেরনিশভ? জানিয়ে দিলেন শ্রাচী কর্তা

দাপুটে ফুটবলের মধ্যে দিয়ে আইএসএল (ISL) অভিযান শুরু করেছিল মহামেডান স্পোর্টিং ক্লাব (Mohammedan SC)। প্রথম ম্যাচে জয় না আসলেও অনবদ্য লড়াই করেছিল ময়দানের এই প্রধান।…

Andrey Chernyshov in Mohammedan SC practice session

দাপুটে ফুটবলের মধ্যে দিয়ে আইএসএল (ISL) অভিযান শুরু করেছিল মহামেডান স্পোর্টিং ক্লাব (Mohammedan SC)। প্রথম ম্যাচে জয় না আসলেও অনবদ্য লড়াই করেছিল ময়দানের এই প্রধান। তারপর দ্বিতীয় ম্যাচে শক্তিশালী এফসি গোয়াকে আটকে দেয় সাদা-কালো ব্রিগেড। যা নিঃসন্দেহে চমকে দিয়েছিল সকলকে। তারপর তৃতীয় ম্যাচে‌ই এসেছিল বহু প্রতীক্ষিত জয়। যা নিয়ে খুশির আমেজ দেখা দিয়েছিল সমর্থকদের মধ্যে। কিন্তু এখন তথৈবচ অবস্থা ময়দানের এই প্রধানের। অ্যাওয়ে ম্যাচে শক্তিশালী চেন্নাইয়িন এফসিকে পরাজিত করার পর এখনও ছন্দে ফিরতে পারেনি মহামেডান। পরবর্তীতে যত সময় এগিয়েছে প্রতিটি ম্যাচের শেষে খালি হাতেই মাঠ ছাড়তে হচ্ছিল অ্যালেক্সিস গোমেজদের।

ইস্টবেঙ্গল হোক হায়দরাবাদ একে অপরকে এক ইঞ্চি জমি না ছাড়ার হুঙ্কার, কী বলছেন তাঁরা?

কিন্তু এবার ফের পয়েন্ট ছিনিয়ে নিল সাদা-কালো ব্রিগেড। পূর্ব নির্ধারিত সূচি অনুযায়ী শুক্রবার সন্ধ্যায় নিজেদের ঘরের মাঠে আইএসএলের তেরো তম ম্যাচ খেলতে নেমেছিল আন্দ্রে চেরনিশভের ছেলেরা। যেখানে তাঁদের লড়াই করতে হয়েছিল সার্জিও লোবেরার শক্তিশালী ওডিশা এফসির সঙ্গে। সম্পূর্ণ সময়ের শেষে গোলশূন্য ফলাফলে শেষ হয় এই ফুটবল ম্যাচ। বলাবাহুল্য, এদিন শুরু থেকেই যথেষ্ঠ ইতিবাচক মনোভাব নিয়ে খেলতে দেখা গিয়েছিল সাদা-কালো ফুটবলারদের। বেশ কয়েকবার গোলের ও সুযোগ পেয়েছিলেন ফ্রাঙ্কা থেকে শুরু করে ফানাইয়ের মতো ফুটবলাররা।

নীতিশের ব্যাটে শতরান এলেও এই কারণে দুঃস্বপ্ন দেখছে ভারত

কিন্তু সেটা কাজে লাগানো সম্ভব হয়নি কারুর পক্ষে। নাহলে অনায়াসেই এগিয়ে যেতে পারত রেড রোডের এই ফুটবল ক্লাব। অন্যদিকে, সুযোগ বুঝে পাল্টা আক্রমণ করতে ছাড়েনি ওডিশা ফুটবল দল। দিয়াগো মাউরিসিও থেকে শুরু করে হুগো বুমোস। আক্রমণ প্রতি আক্রমণে উঠে এসেছিলেন বারংবার। কিন্তু গোলের দেখা মেলেনি। যারফলে পয়েন্ট ভাগাভাগি করেই শহরে ছাড়তে হল সার্জিও লোবেরার দলকে। উল্লেখ্য, গত আটটি ম্যাচে দল সাফল্য না পেলেও এদিনের এই লড়াইয়ে যথেষ্ট খুশি সকলেই। আসলে নতুন বছর থেকেই যেন ঘুরে দাঁড়াতে বদ্ধপরিকর মহামেডান।

Advertisements

একী বললেন অস্কার! বছর শেষে নতুন বিদেশি লাল-হলুদ শিবিরে?

তবে রাশিয়ান কোচ আন্দ্রে চেরনিশভের ভূমিকা নিয়ে এখনও খুব একটা খুশি নন সমর্থকদের একাংশ। যারফলে গত কয়েক সপ্তাহ ধরেই কোচ বদলের দাবি উঠে আসতে শুরু করেছিল বেশ কয়েকবার। কিন্তু এখনই যে কোচ বদলের পরিকল্পনা নেই সেই ইঙ্গিত আগেই দিয়েছিল ক্লাবের লগ্নিকারী সংস্থা। এবার সেইকথা স্পষ্ট করে দিলেন শ্রাচী কর্তা তমাল ঘোষাল। ওডিশা ম্যাচের পর সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে তিনি জানিয়ে দেন চলতি ফুটবল সিজনের শেষ পর্যন্ত আন্দ্রে চেরনিশভের উপরেই ভরসা রাখছে সাদা-কালো ম্যানেজমেন্ট। পরবর্তীতে তাঁর পারফরম্যান্সের ভিত্তিতে চূড়ান্ত সিদ্ধান্ত নিতে পারে ময়দানের এই প্রধান।