বিশ্ব শুটিংয়ের মঞ্চ কাঁপাচ্ছে আসানসোলের ‘অভিনব’

২০০৮ সালে বেজিং অলিম্পিকে শুটিংয়ে সোনা জিতে দেশকে পদক এনে দিয়েছিলেন অভিনব বিন্দ্রা, সেই বছরই জন্মগ্রহণ করেন তিনি। তার পিতা পেশায় শিক্ষক রুপেশ সাউ তাই…

Shooters Rudrankksh Patil, Abhinav Shaw

২০০৮ সালে বেজিং অলিম্পিকে শুটিংয়ে সোনা জিতে দেশকে পদক এনে দিয়েছিলেন অভিনব বিন্দ্রা, সেই বছরই জন্মগ্রহণ করেন তিনি। তার পিতা পেশায় শিক্ষক রুপেশ সাউ তাই ছেলের নাম রেখেছিলেন অভিনব (Abhinav Shaw)। এবার আসানসোলের বাসিন্দা সেই রুপেশের ছেলে অভিনব শুটিংয়ে নজর কাড়ছেন বিশ্বমঞ্চে।

Advertisements

সম্প্রতি বছর ১৪’র অভিনব জার্মানিতে অনুষ্ঠিত হওয়া ISSF বিশ্বকাপে জুনিয়ার ১০ মিটার এয়ার রাইফেল বিভাগে রুপো জিতে নজর কেড়েছেন।আসানসোলের স্থানীয় একটি বেসরকারি ইংরেজি মাধ্যম স্কুলের দশম শ্রেণির ছাত্র অভিনব ইতিমধ্যে দেশের বিভিন্ন শুটিং প্রতিযোগীতায় নজরকাড়া পারফরম্যান্স দিয়েছেন।এবার নজর কাড়া পারফরম্যান্স দিলেন তিনি আন্তর্জাতিক মঞ্চে‌।

   

অভিনব’র পাশাপাশি চ‍্যাম্পিয়ান হয়ে সোনার পদক লাভ করেছে ভারতের’ই রুদ্রাংশ বালা সাহেব পাতিল।তবে এই ইভেন্টের (১০ মিটার),সবচেয়ে কম বয়সী প্রতিযোগী ছিলেন অভিনব’ই।ভবিষ্যতে নজর থাকবে তার উপর।